Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাবা হলেন ৮৩ বছরের আর্জেন্টাইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ১২:০২ এএম

আর্জেন্টিনার এক প্রবীণ ব্যক্তি ৮৩ বছর বয়সে সন্তানের বাবা হয়েছেন। আলবার্তো করমিলট নামক ওই ব্যক্তি ছেলে সন্তানের বাবা হয়েছেন। মা ৩৫ বছর বয়সী এস্তেফানিয়া পাসকুইনি। তাদের সন্তানের নাম রাখা হয়েছে এমিলিও। ৮৩ বছর পেরিয়েও নিজের বয়স নিয়ে বেশি ভাবতে নারাজ আলবার্তো। তার সাফ কথা- কেউই চির দিন বেঁচে থাকে না। কিন্তু যত দিন তিনি বাঁচবেন, তত দিন স্ত্রী-সন্তানকে সঙ্গ দিতে চান, বাঁচতে চান হই-হুল্লোড় করে। আগের স্ত্রীর সঙ্গে আলবার্তোর দুই ছেলে রয়েছে। এছাড়া রয়েছে তিন নাতনি। ২০১৭ সালে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। পেশায় আলবার্তো অত্যন্ত খ্যাতনামা একজন পুষ্টিবিদ। বিশ্বজুড়ে বহু বিজ্ঞান সাময়িকীতে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশ হয়েছে। আর্জেন্টাইন ইনস্টিটিউট অব ফুড অ্যান্ড নিউট্রিশন-এর প্রতিষ্ঠাতা তিনি। ৫০টিরও বেশি বই লিখেছেন আলবার্তো। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে সামলেছেন মন্ত্রিত্বও। সে দেশের টেলিভিশনেও বেশ জনপ্রিয় মুখ তিনি। ২০১৯ সালে তিনি সহকর্মী এস্তেফানিয়া পাসকুইনিকে বিয়ের কথা ঘোষণা করেন। মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবা হলেন ৮৩ বছরের আর্জেন্টাইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ