Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৈত্রী ট্রেন থেকে ভারতীয় নাগরিকসহ দুজন আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ১:২৩ পিএম

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে মৈত্রী ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় কাপড়, জুয়েলারিসহ দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ শুক্রবার বিকেলে ওই ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তিরা হলেন নুরুল হাসান খান ও মো. কামরুল ইসলাম। তাদের মধ্যে নুরুল ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, দুজনকে আটকের সময় তাদের কাছ থেকে ১৬৬টি থ্রি–পিস ও ৩৩ কেজি জুয়েলারি পণ্য জব্দ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মৈত্রী ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় পাঁচ লাখ টাকার পণ্য আটক করা হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৈত্রী ট্রেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ