Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেহাল অর্ধশতাধিক ব্রিজ-কালভার্ট সংস্কার না করায় সীমাহীন ভোগান্তি

কামাল হোসেন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) থেকে | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ উপজেলার সাধারণ জনগণের যাতায়াতের পথ নিশ্চিত করতে বিভিন্ন সময়ে ৫০৭টি ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু প্রায় অর্ধশতাধিক ব্রিজ-কালভার্ট দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দুর্লভপুর, শ্যামপুর, বিনোদপুর, শাহবাজপুর, কানসাট, চককির্তি, পাঁকা, নয়ালাভাঙ্গা এলাকায় প্রায় অর্ধশতাধিক ব্রিজ-কালভার্ট ভেঙে নষ্ট হয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্লভপুর ইউনিয়নের তর্তিপুর ঘাটের উপরের ছোট ব্রিজ। এটি প্রায় ২০ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি কর্তৃপক্ষ নির্মাণ করে। ব্রিজটি নির্মাণের পর থেকেই দুই ধারে মাটি ভরাট না করাই সেটি ব্যবহার করতে পারছেন না এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ব্রিজটির পাশে মাটি ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হলেও মাটি ভরাট করা হয়নি। এছাড়া কানসাট-বিনোদপুর সড়কে পাগলা নদীর উপর নির্মিত ব্রিজটির উপর অংশের অনেক জায়গা ভেঙে ছোট-বড় একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। সেটা দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্লভপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুর রাজিব রাজু জানান, এ ইউনিয়নের জগন্নাথপুর জোয়াদ্দার পাড়ায় একটি ও পিয়ালী মারি-ঘুঘু ডাঙ্গায় দুটি, বালুটুঙ্গিতে একটি এছাড়া আটরশিয়া-বোগলাউড়ি রাস্তায় একটি ব্রিজ ভেঙে নষ্ট হয়ে গেছে। শাজবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, নামোচাকপাড়া গ্রামে একটি, পারদিলালপুরে একটি ও সন্ন্যাসী পাড়ায় একটি কালভার্ট ভেঙে নষ্ট হয়ে রয়েছে। চককির্তি ইউপি চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম জানান, তার ইউনিয়নের লহালামারিতে একটি, আঁখিরাতে একটি, পিরোনটোলাতে একটি, কর্তিবাড়িতে একটি কালভার্ট ভেঙে চলাচলের অনুপযোগী হয়েছে। দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল জানান, তার ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামের একটি ব্রিজ ভেঙে নষ্ট হয়ে গেছে। পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তার ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের একটি ব্রিজ ভেঙে যাওয়ায় লোকজন চলাফেরা করতে না পারায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান শামশুল হক জানান, তার এলাকার হঠাৎপাড়ার একটি কালভার্ট ভেঙে রয়েছে। নয়ালাভাঙ্গা ইউপি চেয়ারম্যান আশরাফুল হক জানান, তার এলাকার ঢোড়বোনা ও চ-িপুর গ্রামে দুটি ব্রিজ ভেঙে নষ্ট হয়ে রয়েছে। বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, লছমনপুর এলাকার একটি ব্রিজ ভেঙে নষ্ট হয়ে থাকায় সেখানকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম জানান, গোপাল নগর, উপর কয়লা, কয়লা দিয়াড়, বটতলা, সন্ন্যাসী গ্রাম, সদাশিবপুর, চামাভা-ার, পূর্বশ্যামপুর হাঞ্জালপাড়া, শিশাপাড়া ও সুডি মিঞ্জার বাড়ি এলাকায় কালভার্ট না থাকায় ওইসব এলাকা দিয়ে চলাচলকারীদের চরম অসুবিধায় পড়তে হয়। তিনি উল্লিখিত স্থানগুলোতে দ্রুত কালভার্ট নির্মাণের জন্য সংশ্লিষ্টদের কাছে আবেদন জানান। কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম জানান, সামজোলা, বালুচর, চকহরিপুর, বাগিতলা, শিবনারায়ণপুর, মোহনবাগ ও বালুচর এলাকায় ব্রিজ না থাকায় সেখানে বসবাসরত বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন জানান, উপজেলার যেসব কালভার্ট-ব্রিজগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো পর্যায়ক্রমে মেরামত করা হবে। এছাড়া যেসব স্থানে নতুন ব্রিজ প্রয়োজন সেগুলোর চাহিদা অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে। তাছাড়া কানসাট ব্রিজসহ পার্শ্ববর্তী রাস্তা সংস্কারের জন্য ৬৮ লাখ টাকার টেন্ডার হয়েছে খুব শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংস্কার

১ সেপ্টেম্বর, ২০২২
১১ জুন, ২০২২
৭ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ