Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিকার্ভ দলগতে হার রোমানদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ৮:০৬ পিএম

বিশ^ আরচ্যারি স্টেজ-৩ এর রিকার্ভ একক ইভেন্টের বাছাইয়ে ২৫তম হলেও দলগত ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেছে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত আসরের পুরুষ দলগতের ইলিমিনেশন রাউন্ডের ১/১২ এর খেলায় রোমান সানা, সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল ৬-০ সেটে গ্রেড ব্রিটেনের বিপক্ষে জিতলেও ১/৮এর খেলায় যুক্তরাষ্ট্রের কাছে ০-৬ সেটে হেরে বিদায় নেয়। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/১২ খেলায় বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা) ও ব্রাজিলের মধ্যকার খেলাটি ৪-৪ সেটে ড্র হয়। পরবর্তীতে দুই দলের প্রত্যেকে একটি করে তীর ছুড়ে বাংলাদেশে ২৬-২৫ পয়েন্ট অর্থাৎ ৫-৪ সেটে ব্রাজিলকে হারিয়ে ১/৮ খেলায় উঠে। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে চাইনিজ তাইপের কাছে ২-৬ সেটে হেরে এই ইভেন্ট থেকে ছিটকে পড়েন দিয়া সিদ্দিকীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোমানদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ