Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপিতে যাচ্ছে না শিবসেনা বিধায়ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ১২:০২ এএম

ভারতের মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ সিন্ধে জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দেবেন না। যদিও বুধবার তিনি গুজরাট থেকে পৌঁছে গেছেন আরেক বিজেপি-শাসিত রাজ্য আসামে। আসামে তাকে স্বাগত জানিয়েছেন বিজেপিরই বিধায়ক সুশান্ত বড়গোঁহাই। একনাথ অবশ্য গুয়াহাটি বিমানবন্দরে দাঁড়িয়ে বলেছেন, আমার সঙ্গে মহারাষ্ট্রের আরো ৪০ জন বিধায়ক আছেন। আমরা বালাসাহেব ঠাকরের শিবসেনা ছাড়িনি, ছাড়বও না। এককালের জোটসঙ্গী শিবসেনা-বিজেপি ইদানীং পরস্পরের ‘চক্ষুশূল’ হিসেবেই পরিচিত রাজনৈতিক মহলে। বিজেপি এবং শিবসেনার পুরনো সম্পর্ক নতুন করে তৈরির দাবিতে বিদ্রোহ ঘোষণা করেছেন একনাথ। তিনি জানিয়েছেন, শিবসেনা তার প্রতিষ্ঠাতা বালাসাহেবের নীতি ভুলতে বসলেও তারাই পার্টির পুরনো ঐতিহ্য বহন করবেন। তার এই কাজে মহারাষ্ট্রের আরো ৪০ জন বিধায়কের সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন একনাথ। সম্প্রতি শিবসেনার ওই বিদ্রোহী নেতা এবং তার সঙ্গী বিধায়করা গুজরাটে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তাদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। অন্যদিকে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও একনাথকে ফোন করে দলে ফেরার অনুরোধ করেন। উদ্ধবের ফোন পাওয়ার পরই গুজরাট থেকে আসামে চলে আসেন একনাথ এবং তার সমর্থনকারী বিধায়করা। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, বিজেপিই এ ব্যবস্থা করেছে, যেন বিদ্রোহী সেনা বিধায়কদের সঙ্গে শিবসেনা নেতৃত্ব যোগাযোগ করতে না পারে। প্রসঙ্গত, সম্প্রতি মহারাষ্ট্রের বিধান পরিষদের নির্বাচনে শিবসেনা বিধায়কদের বিপথে যাওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বিধায়কদের ক্ষমতা অনুযায়ী বিজেপির যেখানে চারটি আসন জেতার কথা, সেখানে পাঁচটি আসনে জিতেছিল তারা। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপিতে যাচ্ছে না শিবসেনা বিধায়ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ