Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে সীতাকুণ্ডে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সীতাকুণ্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ৭:১৯ পিএম

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে সীতাকুণ্ডে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আবু রায়হান দোলন।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন,সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান বৃন্দ বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, বর্তমানে (আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ণ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিনিয়োগ বিকাশসহ ১০টি বিশেষ উদ্যোগ গ্রহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।তারিখ-২২/৬/২০২২ শেখ সালাউদ্দিন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশিক্ষণ কর্মশালা

১৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ