পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের মাসব্যাপী ৬৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এজেডএম সালেহ্ ও মো. হাবিবুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান মো. আবদুল্লাহ্-আল-কাফি মজুমদার এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জগদীশ চন্দ্র দেবনাথসহ ঊর্ধŸতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ বলেন, কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ব্যাংকিং নিয়ম-নীতি সম্পর্কে অবগত হয়ে কর্মক্ষেত্রে তা প্রয়োগ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, উন্নত গ্রাহক সেবার মাধ্যমে ব্যাংকের স্বার্থ, সুনাম ও মর্যাদা সমুন্নত রাখতে কর্মকতারা সচেষ্ট থাকবেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।