Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাহরাইনে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৯, ১২:০৯ এএম

চলতি বছরের জুলাই থেকেই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করবে বাহরাইন। সরকারি এক আদেশে বলা হয়েছে, ২১ জুলাই থেকে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করা হবে। প্রথমধাপে এককভাবে মানুষের হাতে হাতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। পরের ধাপে শপিংমল ও সুপার মার্কেটসহ সবখানে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করা হবে। বর্তমানে বাহরাইনে যে পরিমাণ প্লাস্টিকের বর্জ্য রয়েছে, তা নিয়েও উদ্বিগ্ন দেশটি। এজন্য পণ্য রপ্তানিকারকরা যেন প্লাস্টিকের অপরিশোধনযোগ্য বর্জ্য বাহরাইনে না নিয়ে যান, সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে। ইতোমধ্যেই বেশ কিছু দেশকে অপরিশোধনযোগ্য প্লাস্টিকের বর্জ্য আমদানি না করার ব্যাপারে সাফ জানিয়ে দিয়েছে বাহরাইন। বাহরাইন এমন এক সময় এ ধরনের সিদ্ধান্ত নিল, যখন প্লাস্টিকের অপরিশোধনযোগ্য বর্জ্য ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ