মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে নিউইয়র্ক যাচ্ছিলো বিমানটি। কেবল উড্ডয়ন করেছে, কিন্তু হঠাৎ কোথা থেকে সহকারী পাইলটের চোখে এসে পড়লো লেজার বিমের রশ্মি। তার চোখে যন্ত্রণার কারণে সাথে সাথেই বিমানটি আবার অবতরণ করতে বাধ্য হলেন পাইলট। ভার্জিন আটলান্টিকের এই ফ্লাইটের দু’জন যাত্রী জানিয়েছেন বিমানটি কেবল কয়েক কিলোমিটার গিয়েছিলো। তখন ক্যাপ্টেন ঘোষণা দিলেন, বিমান ফেরত যাচ্ছে। ফ্লাইটে মোট ২৫২ জনের মতো যাত্রী ছিলো। কোথা থেকে এই লেজার বিম এলো তা তদন্ত করে দেখা হচ্ছে। গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাজ্যে বিমানের উপর লেজার তাক করার চারশোরও বেশি ঘটনা ঘটেছে। লেজারের রয়েছে বহুবিধ ব্যবহার। সুপার মার্কেটে বারকোড পড়া দিয়ে তার শুরু। এই আলোর রশ্মি দিয়ে ডাক্তাররা অস্ত্রোপচার করেন। এই রশ্মি দিয়ে নানা বস্তু কেটে ফেলা যায়। সেনাবাহিনী কোনো টার্গেট নির্ধারণে লেজার ব্যবহার করে। আবার বিনোদনেও এর ব্যবহার রয়েছে যেমন লেজার লাইট শো। অনেকে লেজার তাক করে মজা করলেও হঠাৎ চোখে এসে পড়লে তা যন্ত্রণার কারণও হতে পারে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।