মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক বিদ্রোহী যোদ্ধা ও বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো। ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ম্যাগনেট রোডলফো হার্নান্দেজকে হারিয়েছেন এই নতুন নেতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
কলম্বিয়ার নির্বাচন নিয়ন্ত্রক সংস্থার দেওয়া তথ্য মতে, গতকাল রোববার কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হয়। এতে ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন পেত্রো। তার প্রতিদ্বন্দ্বী হার্নান্দেজ পেয়েছেন ৪৭ দশমিক ৩ শতাংশ ভোট। প্রায় ৪ কোটি ভোটারের দেশ কলম্বিয়াতে গত মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছিল ৫৫ শতাংশের সামান্য কম।
নির্বাচনে জয়ের ফলে পেত্রো ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইভান ডিউকের স্থলাভিষিক্ত হবেন। নির্বাচনে পেত্রোর রানিংমেট ছিলেন কৃষ্ণাঙ্গ নারী রাজনীতিক ফ্রান্সিয়া মার্কেজ। কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এক সময় তিনি গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
রাজধানী বোগোটার সাবেক মেয়র এবং বর্তমান সিনেটর পেত্রো তার নির্বাচনী ইশতেহারে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিনামূল্যে শিক্ষা, পেনশন ব্যবস্থায় সংস্কার, অনুৎপাদনশীল জমিতে উচ্চ করারোপ এবং সমাজের বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
নতুন তেল ও গ্যাসের খনি অনুসন্ধানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তবে পূর্বের চুক্তিগুলো মেনে চলবেন বলে কথা দিয়েছেন তিনি।
৬২ বছর বয়সী পেত্রো অভিযোগ করেছিলেন, গেরিলাদের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে সামরিক বাহিনীর নির্যাতনের মুখে পড়তে হয়েছিল। ফলে ধারণা করা যাচ্ছে, পেত্রোর আমলে দেশটির সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম কলম্বিয়া। বর্তমানে দেশটি উচ্চ মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান বেকারত্ব ও বৈষম্য মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।