বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সংযুক্ত আরব আমিরাত থেকে আগামী ২৯ নভেম্বর দেশে এসে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রাউজানের ছেলে সুমনের। বিয়ের জন্য কেনাকাটা সবই হয়েছে, শুধু সে আসা বাকী ছিল। এরই মধ্যে তার অপর সউদি প্রবাসী তিন ভাইয়ের একজন ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে দেশে এসেছেন। ছেলেকে নিয়ে এমন আরো কত স্বপ্ন ছিল বাবা-মায়ের। সেই স্বপ্ন এখন শোকে পরিণত। লাশ হয়ে হিমঘরে শীতল বাতাসে নিথর দেহখানি পড়ে আছে। বিয়ের পিঁড়িতে বসার জন্য নয়, কবরের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য বাক্সে করে দেশে শীঘ্রই ফিরবেন। ভাগ্যের নির্মম পরিহাসের শিকার ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুমন (২৬)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের জিন্নাত আলী খোন্দকার বাড়ির মোহাম্মদ ওয়াদুদের চতুর্থ পুত্র। দুবাই প্রবাসী আলমগীর আল ইসলাম ও মো. আলী সুমন জানান, গত সোমবার রাতে এরাবিয়ান কোর্টইয়ার্ড হোটেল ভবনের নীচতলার একটি দোকানের সাইনবোর্ড লোগানোর কাজ তদারকি করতে গেলে কর্মচারির হাত থেকে সাইনবোর্ডের কাজে ব্যবহৃত এ্যালুমিনিয়ামের তৈরি জী আই শিট ছুটে তার ঘাড়ে মারাত্মকভাবে আঘাত করলে ঘটনাস্থলে প্রাণ হারান সুমন। এদিকে বিবাহের জন্য আগামী ২৯ নভেম্বর তার দেশে আসার কথা ছিল। এরই মধ্যে তার অপর তিন সৌদি প্রবাসী ভাই, ছোট ভাই সুমনের বিয়ে উপলক্ষে দেশে এসেছেন। নিহত সুমনের মৃতদেহ দুবাইয়ের আল গিনিসে পুলিশের হিমঘরে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।