মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একে করোনায় রক্ষে নেই, দোসর অজানা রোগ! মহামারি পরিস্থিতিতে দিশাহারা অবস্থা উত্তর কোরিয়ায়। কয়েকশো পরিবার অজানা রোগে ভুগছে, এই তথ্য জানিয়েছে কিম জং উনের দেশ। এই পরিস্থিতিতে ওষুধ সরবরাহে জোর দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে জাতীয় মেডিক্যাল দল।
দেশের এই দুর্দিনে ব্যক্তিগত ভাবে ওষুধ সরবরাহের কাজে হাত লাগিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ও তার বোনও। উল্লেখ্য, সে দেশে চিকিৎসা পরিকাঠামোর ভঙ্গুর দশা। ফলে রোগ নিরাময়ে প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। জানা গিয়েছে, দক্ষিণ হোয়াংহাই প্রদেশের বিভিন্ন এলাকায় এই মহামারি ছড়িয়েছে। ৮০০টিরও বেশি পরিবারে রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। অসুস্থদের সকলকে ওষুধ সরবরাহ করা হচ্ছে।
কমপক্ষে ১৬০০ জন আন্ত্রিক রোগে ভুগছেন। আক্রান্তদের কলেরা বা টাইফয়েড হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অনুমান সত্যি হলে, খাদ্যসঙ্কটের মুখে পড়তে পারে সে দেশ। কারণ, দক্ষিণ হোয়াংহাই প্রদেশই উত্তর কোরিয়ার কৃষিপ্রধান অঞ্চলগুলির মধ্যে অন্যতম। ইতিমধ্যেই সে দেশের স্বাস্থ্য মহলকে তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বেহাল স্বাস্থ্য পরিকাঠামোয় কোভিড পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত মাসেই প্রথম বার সরকারি ভাবে সে দেশে কোভিড সংক্রমণের কথা জানানো হয়। তার পর লাফিয়ে বেড়েছে সংক্রমণ। যদিও কত সংখ্যক মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন, সেই তথ্য প্রকাশ্যে আনেনি কিম প্রশাসন। শুধুমাত্র জ্বরে আক্রান্তের সংখ্যা জানানো হয়েছে। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।