Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানি সংকটে ৪শ কোটি মানুষ

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশ বা ৪০০ কোটি লোক প্রকট পানি সংকটে রয়েছে। এই জনগোষ্ঠীকে বছরে অন্তত একমাস বিশুদ্ধ পানির তীব্র অভাবে কাটাতে হয়, যাদের বাস বিশেষত ভারত ও চীনে। সংকটে আছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও নাইজেরিয়ার কিছু মানুষও। সম্প্রতি পরিচালিত এক গবেষণায় এ কথা জানানো হয়। গবেষণা প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের সায়েন্স অ্যাডভান্সেস নামে একটি জার্নালে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের বরাত দিয়ে গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তীব্র পানি সংকটে থাকা ৪০০ কোটি মানুষের মধ্যে অর্ধেকেরও বেশির বসবাস ভারত ও চীনে। বাকি জনগোষ্ঠীর বাস বাংলাদেশ, যুক্তরাষ্ট্র (দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য), পাকিস্তান ও নাইজেরিয়ায়। পুরো ৪০০ কোটির মধ্যে আবার অর্ধশত কোটি লোক পুরো বছরই বিশুদ্ধ পানির অভাবে থাকে, যাদের বেশিরভাগের বাস ভারত ও পাকিস্তানে। প্রায় একশ কোটি আবার তিন মাস পর্যন্ত পানি সংকটে ভোগে। প্রতিবেদন মতে, সউদি আরব ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও পানি সংকট দেখা যাচ্ছে। সেখানকার কিছু অঞ্চলের সংকট পুরো জাতিকে ভোগাচ্ছে। আর এতে বিশ্বের এই অংশটুকু চরম বিপদসংকুল পরিস্থিতিতে চলে যাচ্ছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানি সংকটে ৪শ কোটি মানুষ

১৬ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ