Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত মার্কিন জনসাধারণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের জনসাধারণ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। দেশটির লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যে অস্ত্রধারীর গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার পর দেশটিতে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, একটি ছুরিকাঘাতের ঘটনা তদন্তে এবং সন্দেহভাজন হামলাকারীকে ধরতে মঙ্গলবার অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ওই হামলাকারী। এতে দুই পুলিশ সদস্য ও হামলাকারী নিহত হয়। দুই পুলিশ সদস্য নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আমাদের কর্মকর্তারা ছুরিকাঘাতের খবর পেয়ে সিয়েস্তা ইন রেস্টুরেন্টে যান। সেখানে পৌঁছা মাত্রই হামলাকারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য নিহত হন। তিনি আরও বলেন, গুলি চালানোর পর হামলাকারী হোটেলে একটি রুমে আত্মগোপনের চেষ্টা করে। এ সময় পুলিশ কর্মকর্তারা তাকে লক্ষ্য করে গুলি চালাতে সক্ষম হন। এতে হামলাকারীও নিহত হয়। এরপর বৃহস্পতিবার আটলান্টা শহরে বন্দুকধারীদের গুলিতে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) নামের একজন নিহত হয়েছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে আটলান্টা শহরে বসবাস করতেন। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ আহমদ। এসব ঘটনায় প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্টের সাধারণ জনগণ। বিক্ষোভের মুখে বন্দুক কেনার আইন বদল করা নিয়ে আলোচনায় বসেছে দেশটির সংসদ। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা কোনও ভাবেই নিয়ন্ত্রণে আসছে।বাধ্য হয়ে স্কুল কর্মকর্তা ও কর্মচারীদের হাতে বন্দুক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোনও কোনও অঙ্গরাজ্য। এছাড়া, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারে তোড়জোড় শুরু করেছেন মার্কিন আইনপ্রণেতারাও। বন্দুক কেনার আইন বদল করতে নতুন নির্দেশিকা জারি করা হতে পারে। এ ক্ষেত্রে ২১ বছরের কম বয়সীদের বন্দুক কেনায় কড়াকড়ি এবং আগ্নেয়াস্ত্র দেওয়ার আগে ব্যক্তির মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা হবে। লস অ্যাঞ্জেলেস টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত মার্কিন জনসাধারণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ