বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহানবীকে (সাঃ) কটুক্তি সহ ভারতীয় ক্ষমতাশীন দল বিজেপি এবং সরকারের মুসলিম নিধন কর্মকান্ডের পাশাপাশি ইসলামী বিরোধী নানা পদক্ষেপের প্রতিবাদে বরিশাল মহানগরীতে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করেছে জমিয়াতে হিজবুল্লাহ জেলা ও মহানগর শাখা। শুক্রবার বিকেলে নগরীর সদর রোডে টাউন হল প্রাঙ্গনে ছারিছনা মাদ্রাসার প্রিন্সিপাল ছাহেবের সভাপতিত্বে এ প্রতিদবাদ সমাবেশে বরিশাল জামে এবাদুল্লাহ মছজিদের প্রধান খতিব আলহাজ হজরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ ছাহেব ছাড়াও মহানগর ইমামÑমোয়াজ্জিন কল্যান সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে কসাই মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা আবদুল মান্নান ছাহেব সহ বরিশালের মুরুব্বিয়ানে দ্বীনগন বক্তব্য রাখেন।
প্রতিবাদে সমাবেশে বক্তাগন বলেন, হিন্দু মৌলবাদী ‘ভারতীয় জনতা পার্টি’র নেতৃবৃন্দ সব সময়ই মুসলিম বিরোধী কর্মকান্ডে লিপ্ত। আর ইসলাম বিরোধী কর্মকান্ড পরিচালনা করেই এ দলটি বার বারই ভারতের ক্ষমতার মসনদে বসছে। এরই ধারাবাহিকতায় সস্তা জনপ্রিয়তা অর্জনে দলটির এক নারী নেত্রী সহ কয়েকজন সম্প্রতি মহানবী (সাঃ) সম্পর্কে অত্যন্ত আপত্বিকর, অসত্য ও সারা বিশে^র মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করে বক্তব্য দিয়েছেন। বক্তাগন হুশিয়ার করে দিয়ে বলেন, এসব দুরাচারের বিরুদ্ধে অবিলম্বে ভারত সরকার দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা না নিলে বিশে^র সোয়াশ কোটি মুসলিমের কোপানলে পতিত হবে। ভারতীয় ক্ষমতাশীন দলের নেতৃবৃন্দের এসব কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকেও কুটনৈতিকভাবে প্রতিবাদ জানানোর আহবান জানান বক্তাগন।
শুক্রবারের প্রতিবাদ সমাবেশে নগরীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেন। বিপুল জনসমাগমে নগরীর কেন্দ্রস্থল সদর রোডে তিল ধরার ঠাই ছিলনা। ফলে বিক্ষোভ মিছিলের কর্মসূচী বাতিল করতে বাধ্য হন আয়োজকগন। প্রতিবাদ সমাবশে চলাকালে নারায়ে তকবিরÑআল্লাহু আকবর ধ্বনিতে মহানগরীর কেন্দ্রস্থল প্রকম্পিত হতে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।