রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলা সংবাদদাতা
পিডিবিএফের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন মাগুরা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে গতকাল রোববার সকালে ফাউন্ডেশনের উপ পরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এক প্রতিবাদ মিছিল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মাগুরা অঞ্চলের জেলা ও উপজেলার ১২টি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা অঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাশিদুজ্জামান, মাগুরা সদর উপজেলা কর্মকর্তা মতিউর রহমান, মধুখালী উপজেলা কর্মকর্তা সুধাংশু কুমার দাস, শ্রীপুর উপজেলা কর্মকর্তা নুরল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, পিডিএফের চাকুরীচ্যুত কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী একটি সফল প্রতিষ্ঠান ও সুদক্ষ ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা একটি মিডিয়ায় বিভ্রান্তি মূলক অপপ্রচার করে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন। তারা বলেন, প্রতিষ্ঠানের দক্ষ কর্মী বাহিনীর প্রতিবাদের মুখে ষড়যন্ত্রকারীদের বিতাড়িত করে বর্তমানে সুদক্ষ ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান চলছে। যা বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সচিব অবহিত। এ সময় কুচক্রী মহলের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় টিএইবি ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন কর্তৃক বিরূপ মন্তব্যের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান বক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।