নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সময়ের হিসেবে এতদিনে শুরু হয়ে যাবার কথা ছিল আরেকটি ফুটবল বিশ্বকাপের। জুন-জুলাই শুধু লাখ কোটি টাকার বাজেট আর দাম বাড়া-বাড়ির হিসেব নয়, বিশ্বকাপেরও যে মাস! তবে এবার কিছুটা দেরীতে হলেও খুব বেশি বাকি নেই আরেকটি ফুটবল মহারণের। চারটি ক্যালেণ্ডারের পাতা ঘুরে আবারও দুয়ারে হাজির বিশ্বের সবচাইতে জনপ্রিয় আসরটি। এবার কাতারে বসছে ফুটবলারদের মিলনমেলা।
৩২ দল, ৬৪ ম্যাচ, একটি ট্রফি- বিশ্বকাপের মাহাত্ম্য প্রমাণে এর চাইতে বড় আর কোনো সূত্রের প্রয়োজন পড়ে না। দুদিন আগে নিউজিল্যান্ডকে হারিয়ে কোস্টারিকার উল্লাসেই ৩২তম দলের দেখা পেয়ে গেল ২০২২ কাতার বিশ্বকাপ। গ্রুপ পর্বের ড্র-তে কোন দল কার সঙ্গে পড়বে, সেটি তো গত এপ্রিলেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে তখন পর্যন্ত ২৯টি দল নিশ্চিত ছিল। বাকি ছিল ইউরোপিয়ান প্লে-অফের একটি, আর দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ। ওয়েলস, অস্ট্রেলিয়া আর কোস্টারিকা উঠে এসেছে সেই তিন প্লে-অফ থেকে। তাতে নিশ্চিত হয়ে যায় চূড়ান্ত গ্রুপিংও।
গ্রুপ পর্বের ড্রয়ের পর থেকেই তো আলোচনাটা চলেছে। সব বিশ্বকাপেই চলে। গ্রুপ অব ডেথ বা মৃত্যুকূপ কোনটি, কোন গ্রুপ বেশি সহজ হয়ে গেল... কত যুক্তি-তর্ক থাকে এসব আলোচনায়! এবারও অবশ্য স্পেন, জার্মানি একই গ্রুপে পড়ায় গ্রুপ ‘ই’-কেই মৃত্যুকূপ বলছেন অনেকে। কারও চোখে আবার সেই ‘সম্মান’ পাচ্ছে গ্রুপ ‘এফ।’ ব্রাজিলের গ্রুপ ‘জি’-ও একেবারে সহজ নয়।
কোন গ্রুপে কারা
গ্রুপ ‘এ’ : কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র ও ওয়েলস
গ্রুপ ‘সি’ : আর্জেন্টিনা, সউদী আরব, মেক্সিকো ও পোল্যান্ড
গ্রুপ ‘ডি’ : ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
গ্রুপ ‘ই’ : স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
গ্রুপ ‘এফ’ : বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া।
গ্রুপ ‘জি’ : ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
গ্রুপ ‘এইচ’ : পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।
কোন মহাদেশ থেকে কারা
কত রোমাঞ্চ, কত নাটক, কত ইতিহাসের জন্মই না দিয়েছে এবারের বিশ্বকাপ বাছাইপর্ব! এশিয়ার জন্য এবার যেমন গৌরবের ইতিহাসই হলো-এই প্রথম ছয়টি দল বিশ্বকাপে যাচ্ছে এশিয়া মহাদেশ থেকে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে মাত্র চারটি দল- ২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম এমনটা দেখা যাচ্ছে। কোন মহাদেশ থেকে শেষ পর্যন্ত কোন কোন দল যাচ্ছে, সেই হিসেবও হয়ে যাক-
এশিয়া : কাতার (স্বাগতিক), ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, সউদী আরব ও অস্ট্রেলিয়া।
আফ্রিকা : ক্যামেরুন, ঘানা, মরক্কো, সেনেগাল ও তিউনিসিয়া।
ইউরোপ : বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও ওয়েলস।
উত্তর আমেরিকা : কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কোস্টারিকা
দক্ষিণ আমেরিকা : আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর ও উরুগুয়ে।
বিশ্বকাপের সূচি
এবার, খেলা দেখার পালা। কারো পছন্দ লিওনেল মেসির আর্জেন্টিনা তো কারো নেইমারের ব্রাজিল। বাংরাদেশে এই দুই দলের সমর্থক বেশি থাকলেও আকাশি কিংবা হলুদ পতাকার ভিড়ে কেউ কেউ বাড়িড় ছাদে টাঙাবেন ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল, কিংবা এই এশিয়াকে ২০০ বছর শাসন করা ইংল্যান্ডের পতাকা। তবে এবারও বিরস মুখে টিভি সেটের সামনে বসে খেলা দেখতে হবে ইতালির সমর্থকদের। রাশিয়ার মতো কাতারেও যে বাছাই পর্ব উৎরাতে ব্যর্থ সিজার মালদিনির উত্তরসূরিরা। তো যে যাকেই পছন্দ করি না কেন, খেলা তো দেখা চাই!
২০২২ কাতার ফিফা সময়সূচি
গ্রুপ পর্ব
তারিখ বার সময় গ্রুপ ম্যাচ ভেন্যু
২১ নভেম্বর সোমবার বিকেল ৪টা এ সেনেগাল-নেদারল্যান্ডস আল থুমামা স্টেডিয়াম, দোহা
২১ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টা বি ইংল্যান্ড-ইরান খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান
২১ নভেম্বর সোমবার রাত ১০টা এ কাতার-ইকুয়েডর আল বাইত স্টেডিয়াম, আল খোর
২১ নভেম্বর সোমবার রাত ১টা বি যুক্তরাষ্ট্র-ওয়েলস আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান
২২ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টা সি আর্জেন্টিনা-সউদী আরব লুসাইল স্টেডিয়াম, লুসাইল
২২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টা ডি ডেনমার্ক-তিউনিসিয়া এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
২২ নভেম্বর মঙ্গলবার রাত ১০টা সি মেক্সিকো-পোল্যান্ড স্টেডিয়াম ৯৭৪, দোহা
২২ নভেম্বর মঙ্গলবার রাত ১টা ডি ফ্রান্স-অস্ট্রেলিয়া আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরা
২৩ নভেম্বর বুধবার বিকেল ৪টা এফ মরক্কো-ক্রোয়েশিয়া আল বাইত স্টেডিয়াম, আল খোর
২৩ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টা ই জার্মানি-জাপান খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান
২৩ নভেম্বর বুধবার রাত ১০টা ই স্পেন-কোস্টারিকা আল থুমামা স্টেডিয়াম, দোহা
২৩ নভেম্বর বুধবার রাত ১টা এফ বেলজিয়াম-কানাডা আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান
২৪ নভেম্বর বৃহঃবার বিকেল ৪টা জি সুইজারল্যান্ড-ক্যামেরুন আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরা
২৪ নভেম্বর বৃহঃবার সন্ধ্যা ৭টা এইচ উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
২৪ নভেম্বর বৃহঃবার রাত ১০টা এইচ পর্তুগাল-ঘানা স্টেডিয়াম ৯৭৪, দোহা
২৪ নভেম্বর বৃহঃবার রাত ১টা জি ব্রাজিল-সার্বিয়া লুসাইল স্টেডিয়াম, লুসাইল
২৫ নভেম্বর শুক্রবার বিকেল ৪টা বি ওয়েলস-ইরান আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান
২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা এ কাতার-সেনেগাল আল থুমামা স্টেডিয়াম, দোহা
২৫ নভেম্বর শুক্রবার রাত ১০টা এ নেদারল্যান্ডস-ইকুয়েডর খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান
২৫ নভেম্বর শুক্রবার রাত ১টা বি ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র আল বাইত স্টেডিয়াম, আল খোর
২৬ নভেম্বর শনিবার বিকেল ৪টা ডি তিউনিসিয়া-অস্ট্রেলিয়া আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরা
২৬ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টা সি পোল্যান্ড-সউদী আরব এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
২৬ নভেম্বর শনিবার রাত ১০টা ডি ফ্রান্স-ডেনমার্ক স্টেডিয়াম ৯৭৪, দোহা
২৬ নভেম্বর শনিবার রাত ১টা সি আর্জেন্টিনা-মেক্সিকো লুসাইল স্টেডিয়াম, লুসাইল
২৭ নভেম্বর রোববার বিকেল ৪টা ই জাপান-কোস্টারিকা আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান
২৭ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টা এফ বেলজিয়াম-মরক্কো আল থুমামা স্টেডিয়াম, দোহা
২৭ নভেম্বর রোববার রাত ১০টা এফ ক্রোয়েশিয়া-কানাডা খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান
২৭ নভেম্বর রোববার রাত ১টা ই স্পেন-জার্মানি আল বাইত স্টেডিয়াম, আল খোর
২৮ নভেম্বর সোমবার বিকেল ৪টা জি ক্যামেরন-সার্বিয়া আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরা
২৮ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টা এইচ দক্ষিণ কোরিয়া-ঘানা এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
২৮ নভেম্বর সোমবার রাত ১০টা জি ব্রাজিল-সুইজারল্যান্ড স্টেডিয়াম ৯৭৪, দোহা
২৮ নভেম্বর সোমবার রাত ১টা এইচ পর্তুগাল-উরুগুয়ে লুসাইল স্টেডিয়াম, লুসাইল
২৯ নভেম্বর মঙ্গলবার রাত ৯টা এ নেদারল্যান্ডস-কাতার আল বাইত স্টেডিয়াম, আল খোর
২৯ নভেম্বর মঙ্গলবার রাত ৯টা এ ইকুয়েডর-সেনেগাল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান
২৯ নভেম্বর মঙ্গলবার রাত ১টা বি ওয়েলস-ইংল্যান্ড আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান
২৯ নভেম্বর মঙ্গলবার রাত ১টা বি ইরান-যুক্তরাষ্ট্র আল থুমামা স্টেডিয়াম, দোহা
৩০ নভেম্বর বুধবার রাত ৯টা ডি তিউনিসিয়া-ফ্রান্স এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
৩০ নভেম্বর বুধবার রাত ৯টা ডি অস্ট্রেলিয়া-ডেনমার্ক আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরা
৩০ নভেম্বর বুধবার রাত ১টা সি পোল্যান্ড-আর্জেন্টিনা স্টেডিয়াম ৯৭৪, দোহা
৩০ নভেম্বর বুধবার রাত ১টা সি সউদী আরব-মেক্সিকো লুসাইল স্টেডিয়াম, লুসাইল
১ ডিসেম্বর বৃহঃবার রাত ৯টা এফ ক্রোয়েশিয়া-বেলজিয়াম আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান
১ ডিসেম্বর বৃহঃবার রাত ৯টা এফ কানাডা-মরক্কো আল থুমামা স্টেডিয়াম, দোহা
১ ডিসেম্বর বৃহঃবার রাত ১টা ই জাপান-স্পেন খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান
১ ডিসেম্বর বৃহঃবার রাত ১টা ই কোস্টারিকা-জার্মানি আল বাইত স্টেডিয়াম, আল খোর
২ ডিসেম্বর শুক্রবার রাত ৯টা এইচ দক্ষিণ কোরিয়া-পর্তুগাল এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
২ ডিসেম্বর শুক্রবার রাত ৯টা এইচ ঘানা-উরুগুয়ে আল-জানোব স্টেডিয়াম, আল ওয়াকরা
২ ডিসেম্বর শুক্রবার রাত ১টা জি ক্যামেরুন-ব্রাজিল লুসাইল স্টেডিয়াম, লুসাইল
২ ডিসেম্বর শুক্রবার রাত ১টা জি সার্বিয়া-সুইজারল্যান্ড স্টেডিয়াম ৯৭৪, দোহা
শেষ ষোলো
৩ ডিসেম্বর শনিবার রাত ৯টা এ গ্রুপ চ্যাম্পিয়ন-বি গ্রুপ রানার্সআপ (ম্যাচ-৪৯) খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান
৩ ডিসেম্বর শনিবার রাত ১টা সি গ্রুপ চ্যাম্পিয়ন-ডি গ্রুপ রানার্সআপ (ম্যাচ-৫০) আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান
৪ ডিসেম্বর রোববার রাত ৯টা ডি গ্রুপ চ্যাম্পিয়ন-সি গ্রুপ রানার্সআপ (ম্যাচ-৫২) আল থুমামা স্টেডিয়াম, দোহা
৪ ডিসেম্বর রোববার রাত ১টা বি গ্রুপ চ্যাম্পিয়ন-এ গ্রুপ রানার্সআপ (ম্যাচ-৫১) আল বাইত স্টেডিয়াম, আল খোর
৫ ডিসেম্বর সোমবার রাত ৯টা ই গ্রুপ চ্যাম্পিয়ন-এফ গ্রুপ রানার্সআপ (ম্যাচ-৫৩) আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরা
৫ ডিসেম্বর সোমবার রাত ১টা জি গ্রুপ চ্যাম্পিয়ন-এইচ গ্রুপ রানার্সআপ (ম্যাচ-৫৪) স্টেডিয়াম ৯৭৪, দোহা
৬ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯টা এফ গ্রুপ চ্যাম্পিয়ন-ই গ্রুপ রানার্সআপ (ম্যাচ-৫৫) এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
৬ ডিসেম্বর মঙ্গলবার রাত ১টা এইচ গ্রুপ চ্যাম্পিয়ন-জি গ্রুপ রানার্সআপ (ম্যাচ-৫৬) লুসাইল স্টেডিয়াম, লুসাইল
কোয়ার্টার-ফাইনাল
৯ ডিসেম্বর শুক্রবার রাত ৯টা ম্যাচ ৫৩ জয়ী-ম্যাচ ৫৪ জয়ী (ম্যাচ-৫৮) এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
৯ ডিসেম্বর শুক্রবার রাত ১টা ম্যাচ ৪৯ জয়ী-ম্যাচ ৫০ জয়ী (ম্যাচ-৫৭) লুসাইল স্টেডিয়াম, লুসাইল
১০ ডিসেম্বর শনিবার রাত ৯টা ম্যাচ ৫৫ জয়ী-ম্যাচ ৫৬ জয়ী (ম্যাচ-৬০) আল থুমামা স্টেডিয়াম, দোহা
১০ ডিসেম্বর শনিবার রাত ১টা ম্যাচ ৫১ জয়ী-ম্যাচ ৫২ জয়ী (ম্যাচ-৫৯) আল বাইত স্টেডিয়াম, আল খোর
সেমি-ফাইনাল
১৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ১টা ম্যাচ ৫৭ জয়ী-ম্যাচ ৫৮ জয়ী (ম্যাচ-৬১) লুসাইল স্টেডিয়াম, লুসাইল
১৪ ডিসেম্বর বুধবার রাত ১টা ম্যাচ ৫৯ জয়ী-ম্যাচ ৬০ জয়ী (ম্যাচ-৬২) আল বাইত স্টেডিয়াম, আল খোর
তৃতীয় স্থান নির্ধারণী
১৭ ডিসেম্বর শনিবার রাত ৯টা দুই সেমিফাইল পরাজিত খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান
ফাইনাল
১৮ ডিসেম্বর রোববার রাত ৯টা দুই সেমিফাইনাল বিজয়ী লুসাইল স্টেডিয়াম, লুসাইল
* সূচি বাংলাদেশ সময় অনুযায়ী। রাত ১টার ম্যাচগুলো আগের দিনের তারিখ ও বার রাখা হয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।