Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরাইল, আমিরাত, যুক্তরাষ্ট্র ও ভারতের নতুন জোট গঠন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ১২:০৪ এএম

ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত ও ভারতকে নিয়ে নতুন জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে, আই২ইউ২ নামের নতুন এ জোট বিশ্বজুড়ে মার্কিন মিত্রদের পুনরুজ্জীবিত এবং চাঙা করতে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রচেষ্টার অংশ। আই২ইউ২ জোটের প্রথম ভার্চুয়াল সম্মেলন আগামী মাসে অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্মেলনে অংশ নেবেন। এতে খাদ্য নিরাপত্তা সংকট এবং সহযোগিতার অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা হবে।

বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চার দেশের এই ভার্চুয়াল সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত মধ্যপ্রাচ্য সফরের মধ্যে অনুষ্ঠিত হবে। ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে অনন্য এই সংযোগের দিকে তাকিয়ে আছেন প্রেসিডেন্ট বাইডেন।

মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, জোটের প্রতিটি দেশই একটি করে প্রযুক্তিগত হাব। তিনি বলেন, ‘ভারত একটি বিশাল ভোক্তা বাজার। তারা উচ্চ-প্রযুক্তি এবং অতিরিক্ত চাহিদার পণ্যগুলোর বড় উৎপাদনকারীও। সুতরাং, এই দেশগুলোর একসঙ্গে কাজ করতে পারার অনেক ক্ষেত্র রয়েছে। প্রযুক্তি, বাণিজ্য, জলবায়ু, কোভিড-১৯, এমনকি সম্ভাব্য নিরাপত্তা নিয়েও কাজ করতে পারে তারা।’

নেড প্রাইস বলেন, ‘শুরু থেকে আমাদের পদ্ধতির একটি অংশ হচ্ছে বিশ্বজুড়ে আমাদের জোট এবং অংশীদারিত্বের ব্যবস্থাকে কেবল পুনরুজ্জীবিত এবং চাঙা করা নয়, সেই সঙ্গে এমন অংশীদারিত্বকে একত্রিত করা, যা আগে বিদ্যমান ছিল না বা তাদের সম্প‚র্ণর‚পে ব্যবহার করা হয়নি’।

মার্কিন মুখপাত্র আরও বলেন, ‘বায়োটেকনোলজিও প্রখ্যাত। ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে এই দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করা আমাদের স্বার্থ। এটি এমন কিছু যা আমরা গভীর করার চেষ্টা করতে চাইছি। এই দুই দেশ সা¤প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ক্ষেত্রসহ তাদের সম্পর্ক আরও গভীর করেছে।’

১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল, পশ্চিম তীর, সউদী আরবে থামবেন। এই সময়ে তিনি এই অঞ্চল ও আশপাশের এলাকার প্রায় এক ডজন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন কর্মকর্তা বলেন, ‘প্রথমে ইসরাইল থামবেন তিনি। এটাই হবে দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রথম সফর। তরুণ সিনেটর হিসেবে ইসরাইল সফরের প্রায় ৫০ বছর পর সেখানে যাচ্ছেন তিনি।’ সূত্র : এনডিটিভি।



 

Show all comments
  • আকিব ১৬ জুন, ২০২২, ১:৩১ এএম says : 0
    এ জোটে ভালো কোনো দেশ নেই।
    Total Reply(0) Reply
  • আকিব ১৬ জুন, ২০২২, ১:৩৩ এএম says : 0
    চারটি দেশওই ইসলামকে ধ্বংস করতে চায়। তারা কখনো ইসলামের ভালো চায় না। তবে, দেখা যাক শেষ পর্যন্ত কি করে। তারপরও আমরা তাদের কাছে ভালো কিছু আশা করি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ