মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামরিক সহযোগিতা বৃদ্ধি করতে যাচ্ছে দুই প্রতিবেশী চীন ও পাকিস্তান। চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে এ অঞ্চলের ‘জটিল বিষয়গুলো’ মোকাবেলায় চীন ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ঘোষণা দেয়া হয়। খবরে বলা হয়, পাকিস্তান-চায়না জয়েন্ট মিলিটারি কো-অপরাশেনের (পিসিজেএমসিসি) ব্যানারে গত ৯ই জুন থেকে ১২ই জুন পর্যন্ত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক হয় চীনের সিএমসির ভাইস-চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউশিয়ার। ঝ্যাং বলেন, পাকিস্তানের সঙ্গে সামরিক যোগাযোগ, সহযোগিতা, ব্যবহারিক ও প্রয়োজনীয় সামরিক সহায়তায় চীন বরাবরই আগ্রহী। চীন বিশ্বাস করে, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা ও যোগাযোগ আরও বাড়ানো হলে এই অঞ্চলের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব। কারণ চীন ও পাকিস্তানের সামরিক কৌশলগত সম্পর্ক পরীক্ষিত ও টেকসই। অপরদিকে বাজওয়া বলেন, পাকিস্তান ও চীনের বন্ধুত্ব ভাঙ্গা সম্ভব নয় এবং পাথরের মতো শক্ত। যে কোনো পরিস্থিতিতে পাকিস্তান চীনের পাশে দাঁড়াবে। আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিস্থিতি যেভাবেই বদলাক না কেনো পাকিস্তান চীনের সঙ্গে আছে। পাকিস্তান তার ভ‚খÐে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার জন্য প্রস্তুত। পাশাপাশি দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতেও চীনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় পাকিস্তান। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।