Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোদে শ্রমিকদের কাজ করায় সউদী আরবের নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০৩ এএম

সউদী আরব সহ আশপাশের দেশগুলোতে প্রখর রোদ। এতে কাজ করা শ্রমিকদের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। এ জন্য ১৫ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি সব সেক্টরে শ্রমিকদেরকে দিয়ে কড়া রোদে কাজ করানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সউদী আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। শ্রমিকদের নিয়োগকারী কতৃপক্ষকে কর্মঘণ্টা কমানোর পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ভোকেশনাল ইনজুরি সীমিত রাখার ব্যবস্থা করার কথা বলেছে। বলেছে, রোগ থেকে শ্রমিকদের মুক্ত রাখতে এবং তাদের উৎপাদনশীলতা উন্নত করতে। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে স্বাস্থ্য ও পেশাদারিত্বে নিরাপত্তা প্রক্রিয়া নিয়ে একটি নির্দেশনা জারি করেছে। যাতে অধিক পরিমাণ সর্য্যরশ্মির ঝুঁকি থেকে শ্রমিকরা নিরাপদ থাকেন। অনলাইন আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোদে শ্রমিকদের কাজ করায় সউদী আরবের নিষেধাজ্ঞা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ