Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের নিম্নে

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টর | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১:৪০ পিএম

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান সর্বকালের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। প্রথমবারের মতো ডলারের মান সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ভারতীয় মুদ্রার মান দাঁড়িয়েছে ৭৮ রুপি।

এনডিটিভি জানায়, মার্কিন মুদ্রাস্ফীতি চার দশকে সর্বোচ্চ পর্যায়ে উঠে যাওয়ার পর ‘আরো শক্তিশালী’ ফেডারেল রিজার্ভের প্রত্যাশা রুপির ওপর চাপ সৃষ্টি করেছে, যা মার্চ থেকে বারবার নিম্নমুখী হয়েছে। তখন এটি প্রথমবারের মতো ডলার প্রতি ৭৭ ছুঁয়েছিল।

সোমবার প্রাথমিক বাণিজ্যে মার্কিন ডলারের বিপরীতে রুপি ৩৬ পয়সা কমে রেকর্ড ৭৮.২৯-এ নেমে এসেছে।

ফরেক্স ব্যবসায়ীরা বলেছেন, দুর্বল এশিয়ান মুদ্রা, অভ্যন্তরীণ ইক্যুইটির দুর্বল প্রবণতা এবং ক্রমাগত বিদেশী পুঁজির বহিঃপ্রবাহ বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করেছে।

আগের সেশনে মার্কিন মুদ্রাস্ফীতি চার দশকের মধ্যে সর্বোচ্চ হওয়ার ডলারের বিপরীতে রুপি তার আগের সর্বকালের সর্বনিম্ন ৭৭.৯৩-এ নেমে গিয়েছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সর্বকালের নিম্নে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ