Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটোক্রস প্রশিক্ষকের লাইসেন্স পেলেন প্রথম সউদী নারী আফনান আলমারগ্লানি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১:৪৭ পিএম

প্রথম সৌদি নারী হিসেবে অটোক্রস গাড়ি প্রশিক্ষকের লাইসেন্স পেলেন আফনান আলমারগ্লানি। বেশ কয়েক বছর ধরে স্থানীয় বিভিন্ন অটোক্রস প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর এই লাইসেন্স পেলেন। এছাড়া নিরাপদ ড্রাইভিং দক্ষতা প্রশিক্ষক লাইসেন্স পাওয়া প্রথম নারীও তিনি।

খেলাধুলায় তার যাত্রা শুরু হয়েছিল তার ভাইয়ের হাত ধরে। তার ভাই মোটর স্পোর্টস খুব পছন্দ করতেন। একদিন তার ভাই বাড়িতে একটি নতুন প্লেস্টেশন নিয়ে আসেন। দু’জন মিলে গ্রান তুরিসমো-৩ নামে একটি রেসিং ভিডিও গেমে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তিনি বলেন, ‘ছোটবেলায় দেখতাম আমার বড় ভাই ফাহাদের স্পোর্টস কারের প্রতি খুব আগ্রহ। সে বিদেশ থেকে গাড়ির যন্ত্রাংশ কিনে সেগুলো কাজে লাগাতো। আমরা প্রায় সময়ই ভিডিও গেমে একে অপরের সাথে রেস করতাম। আমি গাড়ি, গাড়ির আকার, ইঞ্জিনের শব্দ এবং অবিশ্বাস্যভাবে দ্রুত গতিতে সেগুলো চলতে দেখে মুগ্ধ হতাম। আমি প্রতিদিন গেম খেলতাম, যতক্ষণ পর্যন্ত না আমি নিজের দ্রুততম ল্যাপ টাইমগুলোকে হারাতে পারতাম।’

আলমারগ্লানি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেন। এর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্প ব্যবস্থাপনা অফিসে কাজ করার সময় ছুটির নিয়ে সৌদি আরবে প্রথম নারীদের দৌড়ে অংশ নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী অর্জন করেছেন আলমারগ্লানি। একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এবং রেসার হিসাবে তার ভূমিকা অন্য সবার চেয়ে তাকে আলাদা করেছে। উভয় ক্যারিয়ারেই তিনি তার প্রতিভা কাজে লাগানোর সুযোগ পেয়েছেন, যা বেশিরভাগ নারীরা পান না।

আরব নিউজকে তিনি বলেছেন, ‘ভালবাসা এবং আবেগ তাকে স্পোর্টস কার নিয়ে কাজ করতে উৎসাহ যুগিয়েছে এবং অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি মাঠে প্রবেশ করেছেন।’

তিনি বলেছেন, ‘মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খল শাখাগুলোর একটি। কারণ এটি ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিনকে একত্রিত করে, যার ফলে স্বাস্থ্যসেবার সমস্যাগুলোর সমাধান হয়। আমার কাজে আমি যে পরিমাণ চাপ এবং দুশ্চিন্তার সম্মুখীন হই, এগুলো ঝেড়ে ফুরফুরে হয়ে শক্তি সঞ্চয় করতে আমি মোটর স্পোর্টস অনুশীলন এবং উপভোগ করি।’

‘আলহামদুলিল্লাহ, আমি এমন একটি দেশে বাস করছি, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি আছে। তাই আমি প্রথম নারীদের অটোক্রস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছি এবং বাছাই পর্বে দ্বিতীয় স্থান অর্জন করেছি।’

আলমারগ্লানি রিয়াদ, জেদ্দা এবং আলখোবারে অনুষ্ঠিত স্থানীয় বিভিন্ন অটোক্রস চ্যাম্পিয়নশিপে অংশ নেন। বলেন, ‘অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জনের পর, আমি অটোক্রস রেসিংয়ে একটি উচ্চস্তরে চলে যাই, এর সুবাদে আমি আলখোবার টয়োটা অটোক্রস চ্যাম্পিয়নশিপে অংশ নেই। এবং নারীদের বিভাগে সেরা টাইম জিততে সক্ষম হই।’

এছাড়াও তিনি রিয়াদের দিরাব পার্কে স্পিড ম্যাডনেস (অটোক্রস) চ্যাম্পিয়নশিপেও প্রথম স্থান অধিকার করেন।

মোটর স্পোর্টসে একজন নারী হিসাবে অনেক চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন আলমারগ্লানি, সে সম্পর্কে তিনি বলেন, ‘প্রিয় যে কোনো কিছু অনুশীলন করতে হলে, আপনার প্রশিক্ষণ এবং প্রাথমিক জ্ঞানের প্রয়োজন। শুরুতে, এটি আমার জন্য কঠিন ছিল। বিশেষ করে যেহেতু নারীদের জন্য কোনো অ্যাকাডেমি ছিল না। কিন্তু সার্কিটে আমার সহকর্মীদের প্রচেষ্টা এবং সমর্থন ছাড়া আমি এখন এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না।’

সম্প্রতি, সৌদি অটোমোবাইল এবং মোটরসাইকেল ফেডারেশনের অফিসিয়াল অ্যাকাউন্ট, টুইটারের মাধ্যমে আলমারগ্লানিকে প্রশিক্ষণের লাইসেন্স পাওয়ার জন্য অভিনন্দন জানানো হয়েছে।

তিনি বলেন, আমি আমার সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষা অর্জন করতে পেরে গর্বিত বোধ করছি। শুকরিয়া আদায় করছি আল্লাহর। এবং তারপর ধন্যবাদ জানাচ্ছি ভিশন ২০৩০’কে, যা সৌদি নারীদের ক্ষমতায়িত করেছে এবং তাদের অর্জনগুলো নিয়ে এগিয়ে যেতে সক্ষম করেছে।

সূত্র : আরব নিউজ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ