Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারভেজ মুশারফের অবস্থা আশঙ্কাজনক, মৃত্যুর খবরে ছড়াল বিভ্রান্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ৭:৩৯ পিএম

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান পারভেজ মুশারফের স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি। কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম তার জীবনাবসানের খবর সম্প্রচার করলেও মুশারফের ঘনিষ্ঠেরা এখনও এই খবরের সত্যতা স্বীকার করেনি।

এই মুহূর্তে দুবাইয়ের আছেন পারভেজ মুশারফ। সূত্রের খবর, শুক্রবার মুশারফের স্বাস্থ্যের অবনতি ঘটলে তিন সপ্তাহ আগে তাঁকে দুবাইয়ের প্রথম সারির এক মার্কিন হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর, আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন পাক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান। যদিও ইতিমধ্যেই বেশ কিছু সংবাদ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের তরফেও সরকারিভাবে এমন কোনও ঘোষণা করা হয়নি।

পারভেজ মুশারফের সরকারি টুইটার হ্যান্ডেলে তার পরিবারের তরফে জানানো হয়েছে, প্রাক্তন পাক রাষ্ট্রপতির শারীরিকভাবে অত্যন্ত সঙ্গীন অবস্থায় রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন। একের পর এক অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। একইসঙ্গে এই অবস্থার সম্পূর্ণ নিরাময় যে সম্ভব নয় তাও জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা।

১৯৯৯ সালের ১২ অক্টোবর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করে মুশাররফ ক্ষমতা দখল করে নেন। ২০০১ সালের ২০ জুন দেশের প্রেসিডেন্ট পদে বসেন। ২০০৮ সালে ইমপিচমেন্ট এড়াতে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। সূত্র: টিওআই।



 

Show all comments
  • jack ali ১০ জুন, ২০২২, ১০:৪৮ পিএম says : 0
    Slave of American your are going to die, who do you want to meet ??you will face the truth and you place is waiting, what is waiting for you fire and fire and fire.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ