প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৮ সালে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমা ‘বিক্ষোভ’। এটি আজ মুক্তি পাবে। পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এতে জুটি হয়ে অভিনয় করেছেন বাংলাদেশের নবাগত নায়ক শান্ত খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এর আগে কলকাতার এই দর্শকপ্রিয় অভিনেত্রী বাংলাদেশে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন। চিত্রনায়ক শান্ত খান জানান, তিনি সিনেমাটিতে শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন। তারা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে সড়কে নামেন। শান্ত বলেন, সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগে বেশ কিছুদিন অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলাম মরহুম অভিনেতা সাদেক বাচ্চুর কাছে। ইউটিউব দেখে ছাত্রদের মিছিলসহ নানা আন্দোলনের চিত্র দেখে প্রস্তুতি নিই। পরিচালক রনি ভাই আমাকে সহযোগিতা করেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাদেক বাচ্চু, সাবেরী আলমসহ অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।