Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কয়েক দিনের মধ্যেই ‘আজাদি মার্চের’ তারিখ ঘোষণা করবেন ইমরান খান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ৯:৫৬ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান বুধবার বলেছেন, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পর কয়েক দিনের মধ্যে তার দল দ্বিতীয় 'হাকিকি আজাদি মার্চ'-এর তারিখ ঘোষণা করবে। এদিকে ইমরান আজ বুধবার আবারো দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।ইসলামাবাদে পিটিআইয়ের জাতীয় কাউন্সিলের সভায় বক্তৃতাকালে তিনি বলেন, 'এটি হবে পাকিস্তানের ইতিহাসে বৃহত্তম প্রতিবাদ। আমি আপনাদের প্রস্তুত থাকতে বলছি। সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়া মাত্র তারিখ দেব।'

তিনি দলীয় কর্মীদের বলেন, তারা রাজনীতি করছে না, করছে 'জিহাদ'। তিনি বলেন, 'আমরা এই দেশকে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রে নিয়ে যাব।'

পাকিস্তানের 'একমাত্র জাতীয় দল' হওয়ায় তার দলের বাড়তি দায়দায়িত্ব রয়েছে জানিয়ে ইমরান খান বলেন, পিপিপি ও পিএমএল-এন আঞ্চলিক দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, পরবর্তী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে নির্বাচিত করার প্রস্তুতি চলছে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি কারো আস্থা নেই। পুলিশ কর্মকর্তারা ও আমলারা, এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পর্যন্ত তাদের ভয় পায়। তারা নিজেদের লোকদের বিভিন্ন প্রতিষ্ঠানে বসাতে চাচ্ছে।

এদিকে বুধবার আবারো পিটিআইয়ের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী নাম প্রত্যাহার করে নিলে তিনি নির্বাচিত হন।

এছাড়া শাহ মাহমুদ কোরেশি ও আসাদ ওমর যথাক্রমে ভাইস-চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।

সূত্র : দি নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ