Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেভেরোডোনেৎস্ক থেকে পালিয়েছে ইউক্রেনীয় বাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৮:১৮ পিএম | আপডেট : ৯:৩১ পিএম, ৮ জুন, ২০২২

ইউক্রেনীয় বাহিনী প্রধান পূর্বাঞ্চলীয় শহর সেভেরোডোনেৎস্ক থেকে রাশিয়ান সৈন্যদের হামলার মুখে বুধবার পালাতে বাধ্য হয়। যদিও আঞ্চলিক গভর্নর জোর দিয়েছিলেন যে, তারা এখনও শহরের ‘প্রতি সেন্টিমিটারের জন্য’ লড়াই করছে।

যুদ্ধের প্রথম দিনগুলিতে কিয়েভে হামলার মাধ্যমে সবার দৃষ্টি সেখানে নিবদ্ধ করে রাশিয়া তার ফোকাস কয়লা খনি এবং কারখানার অঞ্চলে স্থানান্তরিত করেছে। এই অঞ্চলটি আংশিকভাবে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে বছরের পর বছর ধরে।

লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই বুধবার সেভেরোডোনেৎস্কের অসুবিধাগুলি স্বীকার করেছেন, অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন যে, ‘হয়তো আমাদের পিছু হটতে হবে, তবে এই মুহূর্তে শহরে যুদ্ধ চলছে।’

‘রাশিয়ান সেনাবাহিনীর কাছে যা কিছু আছে - আর্টিলারি, মর্টার, ট্যাঙ্ক, বিমান চালনা - এর সবই তারা সেভেরোডোনেৎস্কে ব্যবহার করছে যাতে করে শহরটিকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা যায় এবং এটি সম্পূর্ণরূপে দখল করা যায়,’ তিনি বলেছিলেন। সূত্র: এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেনীয় বাহিনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ