Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঞ্জাবে উপনির্বাচন : ইমরানের বিরুদ্ধে যৌথভাবে লড়বে পিএমএল-এন ও পিপিপি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৮:২১ এএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে যৌথভাবে লড়াই করবে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

দেশটিতে রাজনৈতিক তাপমাত্রা বাড়তে থাকার প্রেক্ষাপটে মঙ্গলবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ ও পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি এই সিদ্ধান্তে উপনীত হন।

জানা গেছে, হামজা বিলাওয়াল হাউসে গিয়ে সাবেক প্রেসিডেন্ট জারদারির সাথে কথা বলার পর এই সিদ্ধান্ত হয়।
দুই নেতা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
উভয় নেতা আসন্ন নির্বাচনে ইমরান খানকে যৌথভাবে মোকাবেলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দুই নেতার বৈঠকের সময় প্রাদেশিক মন্ত্রী আতা তারার, মালিক আহমদ আলি, খাজা সালমান রফিক, ইমরান গোরায়া এবং পিপিপির পক্ষ থেকে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ, শারজিল মেমন, ড. আসিম হোসাইন, আলি হায়দার গিলানি ও সৈয়দ হাসান মুর্তজা উপস্থিত ছিলেন।

প্রায় দুই সপ্তাহ আগে পাকিস্তান নির্বাচন কমিমন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ২০টি আসন শূন্য হওয়ার কথা ঘোষণা করেছিল। পিটিআই থেকে দলবদল করার ফলে এসব আসন শূন্য হয়েছিল।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ