নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শামীম চৌধুরী, চট্টগ্রাম থেকে : ১০ দিন আগে শের-ই-বাংলা স্টেডিয়ামের ছবিই ফিরে পেয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। রাজশাহী কিংস চলমান আসরে ৬ ম্যাচে মাত্র ২টিতে পেয়েছে জয়, ২টিই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে! ১০ দিন আগে যার ব্যাটিং গড়ে দিয়েছে দু’দলের মধ্যে ব্যবধান, ২৫ বলে ৪৪ রানের হার না মানা ইনিংসে রাজশাহী কিংসের প্রথম জয়ের সেই নায়ক গতকালও ম্যাচ উইনার। ইংল্যান্ডের সেই অল রাউন্ডার সামিট প্যাটেলের ৩৯ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংসের কাছেই হারতে হলো ঢাকা ডায়নামাইটসকে। ৩৬৬ রানের ম্যাচে জিতল রাজশাহী, তাও আবার সর্বোচ্চ ১৮৩ চেজ করে। এই দু’টি ম্যাচকে রাজশাহী ভার্সেস ঢাকা নয়, বরং সাকিব গণ্য করছেন ঢাকা ভার্সেস সামিট প্যাটেলে! ঢাকা ডায়নামাইটসের ১১ জন দু’বারের সাক্ষাতে সামিট প্যাটেলের কাছে গেছে, তা বলতে দ্বিধা নেই ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সামিট প্যাটেলেরওÑ ‘মুমিনুল ভালো ব্যাটিং করেছে। কিন্তু সামিত প্যাটেল যেভাবে ব্যাটিং করেছে, তাতে পুরো খেলাটাই সে বদলে দিয়েছে। আমাদের সাথে দুইটা ম্যাচই ওরা (রাজশাহী কিংস) ভালো খেললো। এবং দু’টি ম্যাচেই সামিত প্যাটেল বেশি ভালো খেললো। দু’টি ম্যাচেই আমরা একজন খেলোয়াড়ের কাছে হেরে গেলাম। আমরা ১১ জন মিলে একজনের সাথে পারলাম না। এটা আমাদের দলের জন্য হতাশার খবর।’
ইংল্যান্ডের হয়ে সামিট প্যাটেল খেলেছেন ৬ টেস্ট, ৩৬ ওয়ানডে, ১৮টি টি-২০। টুয়েন্টি-২০ ক্রিকেটের আদর্শ ব্যাটসম্যানের যাবতীয় গুণাবলী আছে বলেই বড় স্কোর তাড়া করতে এসে ঝুঁকিটা নিয়েছিলেন রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামী। বিপিএলর চলমান আসরে সøগের ব্যাটিং করতে আগের ৫টি ম্যাচে পাঠানো হয়েছে যাকে, গতকাল সেই সামিট প্যাটেল ৪ নম্বরে ব্যাটিং করে ম্যাচ উইনার! সিদ্ধান্তটা নিয়েছিলেন ড্যারেন স্যামীইÑ ‘তাকে চার নম্বরে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা আমারই ছিল। কারণ, তার সাথে আমি অতীতে ইংল্যান্ডে খেলেছি। সে স্ট্রাইক রোটেড করতে পারে বলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তার এই ইনিংসটি আজ এক কথায় অসাধারণ ছিল।’
শেষ ওভারে ট্র্যাজেডিতে খুলনা কিংসের কাছে হার ছাড়াও হাতের মুঠোয় থাকা আরো ২টি ম্যাচ এই আসরে হেরেছে রাজশাহী কিংস। গতকালও শেষ ওভারে এসে শঙ্কায় মুখে পড়তে হয়েছে রাজশাহী কিংসকে। ১২ বলে ১২ রান, হাতে ৫ উইকেট। এমন সহজ সমীকরণের মুখে দাঁড়িয়ে ব্রাভোর বলে অপরিণামদর্শী শটে স্যামি বোল্ড আউট হয়ে ডেকে এনেছিলেন বিপদ। শেষ ৬ বলে ৯ রানের টার্গেটটাও কঠিন করেছিলেন রাজু ক্যাচ দিয়ে ফিরে এসে। স্নায়ুচাপের শেষ ওভারে বুঝি আর একটি ম্যাচ হাতছাড়া হচ্ছে, এমন শঙ্কা থেকে দলটির মুখে হাসি ফুটিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ম্যাথুউ কোলসকে পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে উইনিং শটে। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজশাহী কিংস অধিনায়ক স্যামীÑ ‘বাজে শট নিতে যেয়ে আমি আউট হয়েছি। শেষ দিকে এসে কিছু রান করতে হবে, এমন সময়ে আমি ক্রস খেলতে যেয়ে আউট হলাম। তা মোটেও ঠিক হয়নি। উচিৎ ছিল সোজা ব্যাটে খেলা। আমরা ২ জন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার বলে সব সময়ে একটা প্রতিদ্ব›িদ্বতা থাকে। অধিনায়ক হিসেবে আমি যা করেছি, তা মোটেও ঠিক ছিল না। ওই আউটে ঢাকার জন্য দরজাটা খুলে দিয়েছিলাম। তবে তরুণ তারকা মিরাজ আমাদেরকে ঘরে ফিরে আনায় আমি খুশি। অনেক অনেক স্বস্তি পেলাম। বেশ কিছু ক্রুশিয়াল ম্যাচ হেরে আজ যে মুহূর্তে জয়টি পেলাম, তা আমাদের দলকে উপরে নিয়ে যাবে। এ ধরনের পরিস্থিতিতিতে দাঁড়িয়ে এই জয়ে ছন্দ ফিরে পেয়েছি, এখন দরকার সামনের দিকে এগিয়ে যাওয়া।’
ড্রেসিং রুমে টিমমেটদের উদ্দেশে অধিনায়কের একটি বার্তা টনিকের মতো করেছে কাজ। প্রথম দেখায় ৬ উইকেটে ঢাকাকে হারিয়ে দেয়া রাজশাহী গতকাল সেই প্রতিপক্ষের বিরুদ্ধে ৩ উইকেটে জিতে সে কথাই জানিয়েছেন রাজশাহী কিংস অধিনায়কÑ ‘ঢাকা দারুণ শক্তিশালী একটি দল। তাদেরকে হারানো এই টুর্নামেন্টে খুবই কঠিন। তারপরও আমরা তাদেরকে দু’বার হারিয়েছি। ড্রেসিংরুমে ছেলেদেরকে মনে করিয়ে দিয়েছিলাম, আমরা সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। আমরা যদি সত্যিই ভাল কিছু করতে পারি, তাহলে অন্য প্রতিপক্ষদের বিপক্ষে ভাল কিছু করার বিশ্বাস পাব।’
জানেন, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রাজশাহী কিংসের ২টি ম্যাচ জয়ের ২টিতেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সামিট প্যাটেল। তবে রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামীর ম্যান অব দ্য ম্যাচ কিন্তু সামিট প্যাটেল নন, তার চোখে ম্যাচ সেরা মুমিনুলÑ ‘ম্যাচ জেতার পর ম্যাচ বলটি সেরা পারফরমারকে দিয়ে দিচ্ছি। যদিও সামিট প্যাটেল অসাধারণ খেলেছে, তারপরও আজ (গতকাল) এই বলটি মুমিনুলকেই দিব। ২টি ক্যাচ ড্রপের পর মুমিনুল যেভাবে নিজেকে মেলে ধরেছে, তা এক কথায় অসাধারণ। ছোট-খাট শরীর নিয়ে যেভাবে সে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তা এক কথায় অসাধারণ।’ যে ছেলেটির গায়ে শুধুই টেস্ট স্টিকার লাগিয়ে দিয়েছেন বিসিবি’র নির্বাচকমÐলী। সেই ছোট খাট গড়নের ছেলেটি বিপিএলের চলমান আসরে অন্য রূপে আবির্ভূত। রাজশাহী কিংসে করছেন ওপেনিং, ৬ ইনিংসে ২১৬ রান, গড় ৩৬.০০, স্ট্রাইক রেট ১২২.০৩। ওপেনিংয়ে নেমে তিন তিনটি ফিফটি! ওয়ানডে, টি-২০তে নির্বাচকদের উপেক্ষার জবাব এর চেয়ে ভাল কি আর হতে পারে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।