Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি ইসলামের পথে অটুট থাকব ইনশাআল্লাহ -সানাই মাহবুব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০৪ এএম

কিছুদিন আগে বিয়ে করে সংসারী হয়েছেন বহুল আলোচিত-সমালোচিত ও বিতর্কিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। তাকে নিয়ে বির্তর্কের মূল কারণ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে খোলামেলাভাবে তুলে ধরা। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালে ফেব্রæয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। তবে গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। পুরোপুরি ইসলামী জীবন বেছে নেন। ইসলামী জীবনযাপনের মধ্য দিয়ে সম্প্রতি বিয়ে করেছেন। এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে কটাক্ষও করেছেন। এ নিয়ে সানাই তার ভেরিভাইড ফেসবুকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেন, ইনডিড আল্লাহ ইজ দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। কিন্তু এই সমাজের কিছু মানুষ কি এটা বোঝে? বুঝলেও কী মানে? যেখানে মহান আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন সেখানে সমাজের এ রকম ২,৪,১০ জন অমানুষ আমাকে নিয়ে কী ভাবল, কি করল, কাঁদলো না হাসলো, তাতে আমার কিছুই যায় আসে না! কারণ, এ রকম বহু মানুষ আমাকে সাধুবাদ জানিয়েছেন ইসলামের পথে আসার জন্য। আমি তাদের গুণগ্রাহী। আমি ইসলামের পথে অটুট থাকব ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য যেন দ্রত ওমরাহ করতে পারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ