প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইসলামের ছায়াতলে শান্তি খুঁজে পেতে আচমকাই বিনোদনের জগৎ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী সানাই মাহবুব। এছাড়া বাকি জীবন ইসলামের পথেই যাতে চলতে পারেন সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। সম্প্রতি হিজাব পরিহিত অবস্থায় উপস্থিত হয়ে এক ভিডিওবার্তায় এসব কথা জানান সানাই নিজেই।
ভিডিওবার্তায় সানাই মাহবুব বলেন, "ইসলামের ছায়াতলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে।"
ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন সেজন্য সবার কাছে দোয়াপ্রার্থী সানাই মাহবুব। সেই সঙ্গে কারো কাছে তার কোনো ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলার অনুরোধও সেই ভিডিওবার্তায় জানান তিনি।
অনেকের ধারণা, নানা কারণে বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করতে না পারার স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই শোবিজের রঙিন দুনিয়া ছাড়ছেন সানাই।
উল্লেখ্য, সানাই মাহবুব অল্প কিছুদিনে বেশ কয়েকটি চলচ্চিত্রে শুটিং করেছিলেন। তার মধ্যে অন্যতম "ময়নার শেষকথা" এটি মুক্তি পেতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।