Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাসে প্রথমবার ডলারের বিপরীতে ২০৪-এ নামলো পাকিস্তানি মুদ্রার মান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ৭:১০ পিএম | আপডেট : ৮:১৭ পিএম, ৭ জুন, ২০২২

মার্কিন ডলারের বিপরীতে আরও কমলো পাকিস্তানি মুদ্রার মান। ইতিহাসে প্রথমবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান ২০৪ ছাড়িয়েছে। একইসঙ্গে, প্রথমবারের মতো একদিনে রেকর্ড চার রুপি দরপতন হয়েছে পাকিস্তানি মুদ্রার। খবর জিও নিউজের।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্যমতে, মঙ্গলবার (৭ জুন) মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান ১ দশমিক ৩৭ শতাংশ বা ২ দশমিক ৭৭ রুপি কমে ২০২ দশমিক ৮৩-এ দাঁড়িয়েছে। এর আগে গত ২৬ মে পাকিস্তানি রুপির মান সর্বনিম্ন ২০২ রেকর্ড করা হয়েছিল।
এদিন আন্তঃব্যাংক লেনদেনের একপর্যায়ে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানি মুদ্রার মান একদিনে চার রুপি কমে ২০৪ রুপি ছাড়ায়। তবে দিনশেষে এর দরপতন তিন রুপির কাছাকাছি গিয়ে স্থির হয়েছে।
পাকিস্তান ফোরেক্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান রেকর্ড ২০৪ রুপিতে নামতে দেখা গেছে।
আরিফ হাবিব লিমিটেডের গবেষণা প্রধান তাহির আব্বাস বলেছেন, তেলের মূল্য পরিশোধ বাকি থাকা এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণে পাকিস্তানি রুপি বেশ চাপের মধ্যে রয়েছে। বিশাল আমদানি ব্যয়ের পাশাপাশি এই দরপতনে চলতি হিসাবের ঘাটতি আরও প্রশস্ত হয়েছে।
চলতি অর্থবছরের শুরু (১ জুলাই, ২০২১) থেকে এ পর্যন্ত পাকিস্তানি মুদ্রার দরপতন হয়েছে রেকর্ড ৪৮ দশমিক ২৯ রুপি বা ৩০ দশমিক ৬৫ শতাংশ। গত ১৩ মাস ধরেই পাকিস্তানি রুপির মান নিম্নমুখী। ২০২১ সালের মে মাসে ডলারের বিপরীতে রুপির মান ছিল রেকর্ড সর্বোচ্চ ১৫২ দশমিক ২৭। এরপর থেকে পাকিস্তানি মুদ্রার মান কমেছে আরও ৩৩ দশমিক ২০ শতাংশ বা ৫০ দশমিক ৫৬ রুপি। সূত্র : জিও নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ