রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আজিজুল হক টুকু, নাটোর থেকে : নাটোরের নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়নে আগামী মার্চে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা তাদের মনোনয়ন দৌড়ের পাশাপাশি ভোটারদের দোয়া নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারই প্রথম চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দলের প্রভাবশালী নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় পিছিয়ে নেই মেম্বারা প্রর্থীরাও। প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগ এবং বিএনপি একাধিক প্রার্থীর মধ্য থেকে দলীয় প্রার্থী মনোনয়নে নেতারাও হিমশিম খাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা ভোট সংগ্রহের কৌশল হিসেবে ইতোমধ্যেই বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সভা-সমাবেশে যোগদান, ভোটারদের সাথে কুশল বিনিময় ও পত্রিকায় শুভেচ্ছা বিজ্ঞাপন দেয়া সহ পোস্টার-বিলবোর্ড লাগিয়ে দোয়া কামনা করছেন। ভোটাররাও প্রার্থীদের শিক্ষা-দীক্ষা ও সততা-দক্ষতার পাশাপাশি কে কতটা উন্নয়ন করতে পারবেন তার বিশ্লেষণ করছেন। এ সরকারের আমলে যেসব উন্নয়ন কাজ হয়েছে তাতে সব কটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরাই বিজয়ী হবেন বলে মনে করছেন সরকার দলীয় নেতাকর্মীরা। অন্যদিকে সুষ্ঠু নির্বাচন হলে প্রতিটি ইউনিয়নে আবারও বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়ে ফিরে আসবেন বলে আশা করছেন বিএনপির নেতাকর্মীরা। নলডাঙ্গার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবার অর্ধশতাধিক প্রার্থী মাঠে রয়েছেন। তার মধ্যে ব্রহ্মপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তোহিদুল ইসলাম ঝড়ু, ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মোনছুর রহমান মোল্লা, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ রইছ উদ্দিন রুবেল, নলডাঙ্গা থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও মোঃ মোজাহার হোসেন মোজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আজিজ ও মোঃ মোতালেব হোসেন বাবলু মেম্বার। জামায়াতের আমীর মোঃ সাইদুর রহমান। মাধনগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ আলী দেওয়ান, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার মৃধা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাকসেদুর রহমান সবীর, নলডাঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মৃধা রাজু ও মোঃ মতিউর রহমান শেখ মতি। জামায়াতের আমীর মাওলানা আবু নওশাদ নোমানী ও মোঃ মিঠু সরদার। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান শাহিন। খাজুরা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ভুট্টু। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন ও প্রভাষক এসএম আমজাদ হোসেন মন্টু। পিপরুল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান দেব জ্যোতি দেবু ও নলডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কলিমুদ্দিন কলি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান শাহজালাল, সহ-সভাপতি মোঃ আজাহার আলী খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, মোঃ আইয়ব আলী মৃধা, মোহাম্মদ আলী, মোঃ আলাল মৃধা, শ্যামল ব্যানার্জি, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ ও আকবর হোসেন সরদার। জামায়াতের মামুনুর রশিদ এবং জাতীয় পার্টির মোঃ নজরুল ম-ল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাংবাদিক মোঃ ইসাহাক আলী। বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ আবেদুর রহমান তালুকদার। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ তোহিদুর রহমান লিটন ও ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মাস্টার। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন প্রতিটি ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের মতামত ও জেলা নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী যোগ্য এবং জনপ্রিয় ব্যক্তিকেই দলীয় প্রার্থী করা হবে। সুষ্ঠু নির্বাচন হলে তাদের প্রার্থীরা বিজয়ী হবেন তিনি মনে করেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ বলেন দলের হাইকমান্ডের নির্দেশ পেলে তৃণমূল নেতাকর্মীদের সাথে আলোচনা করে সব ইউনিয়নে দলীয় একক প্রার্থী দেয়া হবে। এই উপজেলায় বর্তমান সরকারের আমলে অনেক বেশি উন্নয়ন হয়েছে তাই তাদের প্রার্থীদের জনগণ ভোট দিয়ে জয়ী করবেন বলে তিনি আশা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।