বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনে ৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে ছয় জনের চোখের সমস্যা গুরুতর।
মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পরিচালকের দফতরে সংবাদ সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘চোখে আঘাত পাওয়া ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজন। রয়েছে। তাদের একজনকে দেশের বাইরে পাঠানো হতে পারে।’
অধ্যাপক দীন মোহাম্মদ আরও বলেন, ‘কারও চোখের সমস্যা দীর্ঘমেয়াদি হবে কিনা তা ৬-৭ দিন পর জানা যাবে। যাদের চোখের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের টিমকে তাদের ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। কেমিক্যাল ইনজুরির কারণে আহতদের চোখে সমস্যা হয়েছে। তবে কোন ধরনের কেমিক্যাল তাদের আক্রান্ত করেছে, তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। ’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।