Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে অধিক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ দিন

জাপানী রাষ্ট্রদূতের সাথে প্রবাসী মন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ৬:১৭ পিএম

বাংলাদেশের কর্মীদের দক্ষতা ও পরিশ্রমী মনোভাবের কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আমাদের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশের অবকাঠামো ও অন্যান্য খাতে সুনামের সাথে কাজ করছে। প্রবাসী মন্ত্রী জাপানে আরো অধিক কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য জাপানী রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান। আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সাথে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাথে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রীর অফিসে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দু’দেশের বন্ধুত্ব ও জাপানে অধিকসংখ্যক দক্ষ কর্মী প্রেরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রবাসী মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালক মো. শহিদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মল্লিক আনোয়ার হোসেন, জাপান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন এন্ড ইকোনোমিক অ্যাফেয়ার্সের হারুতা হিরোকি এবং প্রথম সচিব তাবেই ইয়াসুশি উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী মন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ