Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ৫:২২ পিএম

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রমূখ।

এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।


জেলার ৫ উপজেলা ও ১টি পৌরসভায় এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৭৫০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৭ হাজার ২৫১ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল।


ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ