Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্র:- মসজিদের ছাদে ইকতিদা সহীহ হবে কি?
উ:- যদি ইমামের অবস্থান ও তাকবীর সম্পর্কে অবগত হওয়া যায় এবং কোনরূপ দ্বিধা-সংশয় না থাকে, তাহলে ছাদের উপরও ইকতিদা সহীহ হবে।
প্র:- ইমাম যদি রাজপথে দাঁড়িয়ে জানাযা বা ঈদের নামায পড়ান, তো মুক্তাদী এবং তার মধ্যে কতটুকু দূরত্ব রাখা যাবে?
উ:- ইমাম এবং মুক্তাদীর সারির মধ্যে এমন ব্যবধান রাখতে হবে যার মধ্যে দিয়ে কোন গাড়ী যেন অতিক্রম করতে না পারে। যদি বেশি ব্যবধান রাখার কারণে ইমাম এবং কাতারের ভিতর দিয়ে গাড়ী অতিক্রম করে তবে ইকতিদা সহীহ হবে না।
প্র:- নারী পুরুষের সম্মিলিত জামাআতে কাতার কোন তরতীবে করা হবে?
উ:- প্রথমে পুরুষদের কাতার। তারপর ছেলেদের কাতার, তারপর নপুংসকদের কাতার, তারপর মহিলাদের কাতার এবং সবশেষে বালিকাদের কাতার করা হবে।
প্র:- নামাযের মধ্যে কোন কাজগুলো ইমাম বাদ দিলে মুক্তাদীগণকেও বাদ দিতে হয়?
উ:- পাঁচটি কাজ। ১. দুই ঈদের অতিরিক্ত তাকবীরসমূহ, ২. প্রথম বৈঠক, ৩. তিলাওয়াতের সিজদাহ, ৪. সাহু সিজদাহ এবং ৫. দোয়ায়ে কুনূত।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ