বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার তালতলীতে ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় সরগরম পুরো উপজেলা। তবে এরইমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন করায় ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিশানবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান বাচ্চুর ৩ সমর্থককে কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুন) রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে একাধিক মাইক, অফিসে আলোকসজ্জা ও মোটরসাইকেল সোভাযাত্রা করায় নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান বাচ্চুর তিন সমর্থককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে জাফর হাওলাদার (২৪), ইউনুস মিয়ার ছেলে হাসান (২৪) এবং একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাব্বী (২৪)।
এর আগে গতকাল সন্ধ্যায় নিশানবাড়িয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজী। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর তিন সমর্থককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তদের আজ সকালে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর বলেন, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি- ২০১৬ এর ৩১ ধারা লঙ্ঘনের দায়ে ৩ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদেরকে আজ (শুক্রবার) সকালে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।