Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় চালু হল ১০ মিনিটে দুয়ারে মদ পরিষেবা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৪:৫৫ পিএম

বাড়িতে বসেই অর্ডার দিলে মাত্র ১০ মিনিটেই পাওয়া যাবে মদ। কলকাতায় এমনই পরিষেবা চালু করল একটি স্টার্ট-আপ।

মাত্র ১০ মিনিটে বাড়িতে পৌঁছে দেয়া হবে মদ। কলকাতায় এমনই পরিষেবা শুরু করল হায়দরাবাদের স্টার্ট-আপ Booozie। যা ইনোভেন্ট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড।

সংস্থার তরফে জানানো হয়েছে, এমনিতে অনলাইনে মদ ডেলিভারি নতুন কোনও বিষয় নেই। তবে ১০ মিনিটের মধ্যে ডেলিভারি এই প্রথম চালু হতে চলেছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতরের তরফে অনুমোদন পাওয়ার পর সেই পরিষেবা শুরু করা হয়েছে।

ওই সংস্থার তরফে জানানো হয়েছে, নিকটবর্তী দোকান থেকে Booozie মদের ডেলিভারি দেবে। গ্রাহকদের চাহিদা এবং কেনার ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ১০ মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। সূত্র: হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মদ পরিষেবা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ