Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানের হজ ফ্লাইট শুরু রোববার

বাড়ছে না ভাড়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:০০ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব উড়োজাহাজ দিয়ে এ বছর হজ যাত্রী পরিবহন করা হবে। যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করা হবে। হজের প্রথম ফ্লাইট যাবে ৫ জুন। সবগুলোই ডেডিকেটেড ফ্লাইট হবে। জেট ফুয়েলের দাম বাড়লেও নতুন করে বিমানের ভাড়া বাড়ানো হবে না।
গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমান এয়ারলাইন্সেট ট্রেনিং সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল।
সভায় আবু সালেহ মোস্তফা কামাল বলেন, অন্যান্য বছর হজ যাত্রী পরিবহনে বিমান দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় পেত। এবার এক মাসেরও কম সময় পেয়েছি। নির্ধারিত সময় তথা ৫ জুন থেকেই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

হজ যাত্রায় উড়োজাহাজ লিজ নেওয়া হবে কিনা জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এবার কোনো উড়োজাহাজ লিজ নেওয়া হচ্ছে না। প্রত্যেকবার হজের শুরুতে হজযাত্রী কত হবে সেটা অনিশ্চিত থাকে। এবারও তাই ছিল। এ কারণে দুটি বিমান লিজ নেওয়ার কথা ছিল। তবে এবারের যাত্রী সংখ্যা কম হওয়ায় আমাদের আর উড়োজাহাজ ভাড়া করতে হচ্ছে না।

জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া বাড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ইতোমধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন ভাড়া বাড়ানোর সুযোগ নেই। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ হাজার যাত্রী হজযাত্রী তারা বহন করবে। এর মধ্যে সরকারিভাবে হজযাত্রী থাকবেন ৪ হাজার ৫৬৪ জন।
স্বর্ণ চোরাচালানের সঙ্গে এয়ারলাইনসের অপারেটরেরা জড়িত রয়েছে উল্লেখ আবু সালেহ মোস্তফা কামাল বলেন, এয়ারলাইনসের অপারেটরেরা কম-বেশি জড়িত আছে স্বর্ণ চোরাকারবারে। এটা অস্বীকার করার সুযোগ নেই।
আবু সালেহ মোস্তফা কামাল বলেন, তবে বিবেচ্য বিষয়-আগে বড় বড় চালান ধরা পড়ত, এখন দেখা যাচ্ছে ছয়-সাতটায় ধরা পড়ছে সেই পরিমাণ। আগে কেউ স্বর্ণ আমদানি করে নিয়ে আসত না। সরকার স্বর্ণ নীতিমালা করে দেওয়ার পর থেকে এখন বিরাট লাইন দেখা যায় কাস্টমসে। তারপরও সোনার চোরাচালান আসছে।

বিমানের প্রচেষ্টায় স্বর্ণ চোরাচালান কমে আসছে জানিয়ে বিমানের এমডি বলেন, আমাদের কাজ হচ্ছে, স্বর্ণ চোরাচালানকে যতটা পারা যায় শূন্যের দিকে নিয়ে যাওয়া। সিসি ক্যামেরার এরিয়া বাড়িয়ে দিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাতে দেখা যায়। এখানে বেবিচকসহ বিভিন্ন এজেন্সি আছে তারা মনিটর করছে। আমরা নতুন কিছু যন্ত্রপাতি যুক্ত করার চেষ্টা করছি। অবকাঠামোগত কিছু বিষয় চিহ্নিত করছি। তা পরিবর্তনে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এক বছরে ১৭৮টি বিভাগীয় মামলায় বিমান কর্মীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে জানিয়ে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় মামলা হয়েছে ২০২টি। এর মধ্যে শাস্তি নিশ্চিত করা হয়েছে ১৭৮ টিতে। এসব মামলায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ৫২ জনকে। এর মধ্যে ১৩ জন স্বর্ণ চোরাচালানের বিভিন্ন মামলার সঙ্গে জড়িত ছিল। তিনজনকে অপসারণ করা হয়েছে। পদ অবনমিত করা হয়েছে দুজনকে। বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ রাখা হয়েছে ১৫ জনের। অর্থ দণ্ড দেওয়া হয়েছে নয়জনকে। তিরস্কার করা হয়েছে ২৫ জনকে। কঠোর সতর্কীকরণ দেওয়া হয়েছে ৩৪ জনকে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামুল হক তালুকদার, ফ্লাইট অপারেশন্স পরিচালক ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান, বিএফসিসির মহাব্যবস্থাপক শামসুল করিম, প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং এয়ার কমোডর ড. মো. মাহবুব মাহবুব জাহান খান, গ্রাহক সেবার পরিচালক মো. সিদ্দিকুর রহমান, বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ যাহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং সেকশনের এয়ার কমোডর মৃধা মো. একরামুজ্জামান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ