বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বন্দরের সিসিটি-৩ নম্বর বার্থে থাকা কনটেইনার জাহাজ এমভি এক্সপ্রেস কোহিমাকে ধাক্কা দিয়ে ফুটো করে দিয়েছে ‘মদিনা-৭’ নামের একটি বার্জ। বড় জাহাজটির ‘বে ২২’ (হাল ফ্রেম) এরিয়ায় এক বর্গফুটের বেশি ফুটো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বার্জটি আটকের পর জরিমানা আদায় করে। মঙ্গলবার সকালে এমভি এক্সপ্রেস কোহিমাকে টিএসপি জেটিতে নেওয়া হয়েছে মেরামত করার জন্য। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রফতানি পণ্যভর্তি কনটেইনার ছিল।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বার্জটি আঘাত হানে কনটেইনার জাহাজটিতে। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রফতানি পণ্যভর্তি কনটেইনার লোড করা হয়েছিল।
আঘাতের পর কনটেইনার লোড-আনলোড অপারেশন বন্ধ করে দেওয়া হয়। ব্যালেন্সের জন্য জাহাজে আগে থেকে থাকা ১৩৭ টিইইউস কনটেইনার আনলোড করা হয়।
আগামী বুধবার এমভি এক্সপ্রেস কোহিমা রফতানি পণ্যভর্তি কনটেইনার লোড শেষে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।