Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিয়া চ্যানেলে জাহাজ থেকে ছিটকে পড়ল ৪৩ কনটেইনার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:৪৪ পিএম

বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে একটি জাহাজ থেকে পণ্যবাহী ৪৩টি কনটেইনার ছিটকে সাগরে পড়ে গেছে।

খারাপ আবহাওয়ার মধ্যে রোববার সকাল সাড়ে ৮টার দিকে সমুদ্রের ভাসানচর লালবয়ার কাছে এ ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, দেশি কনটেইনারবাহী জাহাজ ‘কেএসএল গ্ল্যাডিয়েটর’ থেকে কনটেইনারগুলো পড়ে যায়।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে ৮৩টি কনটেইনার নিয়ে ঢাকার পানগাঁওয়ে যাচ্ছিল। খারাপ আবহাওয়ায় হাতিয়া চ্যানেলের অদূরে ভাসানচর লালবয়ার কাছে জাহাজটি ব্যাপক দুলছিল। এ সময় কনটেইনারগুলো ছিঁড়ে সমুদ্রে পড়ে যায়।

তিনি বলেন, কনটেইনারগুলো ভেসে ভাসানচর উপকূলের দিকে যাচ্ছে। ওই চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো বিঘ্ন হচ্ছে না।

জাহাজ কর্তৃপক্ষকে কনটেইনারগুলোর মুভমেন্ট পর্যবেক্ষণে রাখার জন্য বলা হয়েছে। আমরাও খোঁজ রাখছি বলে জানান বিআইডব্লিউটিএর এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ