প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুপারহিরো না সেজেও হলিউডের তাবৎ সুপারহিরোদের টেক্কা দিতে ওস্তাদ টম ক্রুজ। দুর্দান্ত স্ট্যান্ট সামলে দারুণ সব সিনেমা উপহার দিয়ে চলেছেন। ‘টপ গান’ সিক্যুয়ালও এর ব্যতিক্রম নয়। ফলাফলে আরও একবার বক্স অফিসের শীর্ষে টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’। আসল ‘টপ গান’ এর সিক্যুয়ালটি দেখতে দর্শকদের ৩৬ বছর অপেক্ষা করতে হয়েছে।
শুক্রবার (২৭ মে) উত্তর আমেরিকার রেকর্ড ৪ হাজার ৭৩২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘টপ গান: ম্যাভেরিক’। টিকিট কাউন্টারে শোরগোল তুলে ওপেনিং উইকেন্ডে বা প্রথম তিনদিনে যুক্তরাষ্ট্রে সিনেমাটি আয় করে নেয় ১২.৪ কোটি ডলার। সোমবার মেমরিয়াল ডে’র ছুটির কারণে বর্ধিত উইকেন্ডে ৪ দিনে সিনেমাটি যুক্তরাষ্ট্রে আনুমানিক ১৫.১ কোটি ডলার আয় করেছে বলে জানিয়েছে ইন্ডাস্ট্রির পর্যবেক্ষক এক্সিবিটর রিলেশন্স।
এ দিকে আন্তর্জাতিক বাজারেও শুভ সূচনা করেছে ‘টপ গান: ম্যাভেরিক’। চীন ও রাশিয়ার মতো বড় বাজার না পেয়েও তিন দিনে আয় করেছে ১২.৪ কোটি ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৪.৮ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের মতো শুক্রবার বাংলাদেশে বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।
বক্স অফিসে দ্বিতীয় স্থানে আছে “ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্যা মাল্টিভার্স অফ ম্যাডনেস”। সিনেমাটি চতুর্থ সপ্তাহান্তে শুক্রবার থেকে রোববারের মধ্যে ১৬ দশমিক ৪ মিলিয়ন ডলার এবং পুরো ৪ দিনে ২১ দশমিক ১ মিলিয়ন ডলার আয় করেছে। তৃতীয় স্থানে আছে টুয়েন্টিন্থ সেঞ্চুরির নতুন ‘ববস বার্গার্স মুভি’। একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের ওপর ভিত্তি করে এনিমেটেড সিনেমাটি ৩ দিনের মধ্যে ১২ দশমিক ৬ মিলিয়ন ডলার এবং চারদিনে ১৫ মিলিয়ন ডলার আয় করেছে।
পাইলট পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে আকাশে টম ক্রুজের সত্যিকারে স্ট্যান্ট ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার অন্যতম চমক। পুরোনো সিনেমার চমৎকার নস্টালজিয়া তো আছে, সঙ্গে মিলেছে উচ্চ প্রশংসার কিছু রিভিউ। সব মিলিয়ে বক্সঅফিস কাঁপানোর মতো রসদ নিয়েই এসেছে ৩৬ বছর আগের ‘টপ গান’ সিনেমার সিক্যুয়াল। সমালোচকরা বলছেন, প্যারামাউন্ট/স্কাইড্যান্সের প্রযোজনার জন্য অপেক্ষা বিফলে যায়নি। কেউ কেউ এটিকে মূল চলচ্চিত্রের থেকেও ভাল বলে অভিহিত করেছেন।
টম ক্রুজের ৪ দশকের ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বড় উইকেন্ড ওপেনিং পেয়েছে ‘টপ গান: ম্যাভেরিক’। এই প্রথম তার কোনো ছবি তিনদিনে ১০ কোটি ডলার আয় করলো। এর আগে অভিনেতার বড় ওপেনিং ছিল ২০০৫ সালে, ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’ আয় করে ৬.৪ কোটি ডলার।
এ ছাড়া মহামারির সময়ে অন্যতম ওপেনিং পাওয়া ছবিও এটি। এর আগে রয়েছে স্পাইডার ম্যান: নো ওয়ে হোম (২৬ কোটি), ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস (১৮.৭ কোটি) ও ব্যাটম্যান (১৩.৪ কোটি)। জোসেপ কোসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’–এ টম ক্রুজ ছাড়াও আগের ছবির অভিনেতা ভ্যাল কিলমার ফিরেছেন অতিথি চরিত্রে। নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।