Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধুমপান করতে নিষেধ করায় রাবি সাংবাদিককে ছাত্রলীগের মারধর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:৩৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের টিভি রুমে ধুমপান করতে নিষেধ করায় মো. শাহাবুদ্দিন নামের এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে। রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের টিভি রুমে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং বিডি মর্নিং'র বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে আহতাবস্থায় বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়েছে।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম গিয়াসউদ্দিন কাজল। তিনি মাদার বখস হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। কাজল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা যায়, টিভি রুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা দেখার সময় কাজল ধুমপান করছিল। তখন শাহাবুদ্দিন নামের ওই সাংবাদিক তাকে নিষেধ করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায়ে কাজলসহ কয়েকজন মিলে সাংবাদিক শাহাবুদ্দিনকে মারধর শুরু করে।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঘটনা জেনেছি। আমি ওই শিক্ষার্থীকে দেখতে মেডিকেলে গিয়েছি। বিষয়টি মীমাংসার জন্য হল প্রাধ্যক্ষকে জানিয়েছি।

ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা রাত ১২ টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। পরে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল ইসলাম টিপু এবং ছাত্র উপদেষ্টা তারেক নুর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরপর তাদের আশ্বাসে উপাচার্যের বাস ভবন ত্যাগ করেন সাংবাদিকরা। এসময় তারা তিন দফা দাবি পেশ করলে প্রশাসন তা মেনে নিয়ে আজ (সোমবার) সিদ্ধান্ত দিবেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ