Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ-ইউক্রেন যুদ্ধ : আজ এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করবেন পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ৯:৫৯ এএম

চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৩০ মে) টেলিফোনের মাধ্যমে উভয় নেতা একে অপরের সঙ্গে কথা বলবেন।

রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন। রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানায় রুশ বার্তাসংস্থা স্পুটনিক ও ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রুশ সাংবাদিকরা প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আলাপের জল্পনা সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই আলাপ পূর্ব নির্ধারিত। এর আগে তুর্কি প্রেসিডেন্ট জানান, তিনি সোমবার ফোনে পুতিনের সঙ্গে কথা বলবেন।
রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান সামরিক সংঘাতের মধ্যেই এই আলোচনা হতে যাচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি আজ রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে টেলিফোনে কথা বলব। আমরা দুই পক্ষকে সংলাপ ও কূটনীতির চ্যানেল রক্ষা করার জন্য উৎসাহ দেওয়া অব্যাহত রাখব।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে। তখন থেকে তুরস্ক মোটামুটিভাবে এই সংঘাতের ব্যাপারে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। এমনকি তুর্কি সরকার রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে সম্পর্ক রাখলেও মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় শামিল হয়নি।
এর বিপরীতে সংকট নিরসনের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে আসছে আঙ্কারা। রাশিয়া ও ইউক্রেনের একটি প্রতিনিধিদলের একটি বৈঠকও আয়োজন করে তুরস্ক। যদিও সেই বৈঠক থেকে আশানুরূপ ফল পাওয়া যায়নি। সূত্র : স্পুটনিক, এএনআই



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ-ইউক্রেন যুদ্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ