Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনবেলাই নুডলস খেতে দেওয়ায় বিচ্ছেদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০৫ এএম

সকাল, দুপুর, রাত- তিনবেলাই খেতে দিতেন নুডলস। স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন ভারতের এক ব্যক্তি। খবরে বলা হয়েছে, কর্ণাটক রাজ্যের মাইসুরুর জেলা ও দায়েরা আদালতের প্রধান বিচারপতি এম এল রঘুনাথ ২৭ মে জানান, এখন দম্পতিরা ছোটখাটো সমস্যার জন্য বিবাহবিচ্ছেদ করছেন। এ সময়ই তিনি নুডলসের কারণে বিবাহবিচ্ছেদের ঘটনার বিবরণ দেন। বিচারক রঘুনাথ জানান, কর্ণাটক রাজ্যের বল্লারির জেলা আদালতের যখন বিচারক ছিলেন, তার কাছে তখন এ বিবাহবিচ্ছেদের আবেদনটি আসে। তিনি বলেন, বিবাহবিচ্ছেদের জন্য স্বামী অভিযোগ করেন, ম্যাগি নুডলস ছাড়া আর কোনো খাবার রান্না করতে জানতেন না তার স্ত্রী। তাকে সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার হিসেবে ম্যাগি নুডলস দিতেন স্ত্রী। এ ছাড়া স্বামী অভিযোগ করেন, তার স্ত্রী দোকানে গিয়ে শুধু ইনস্ট্যান্ট নুডলসই কিনে আনতেন। শেষমেশ পারস্পরিক সম্মতিতে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ