প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে আজ হোটেল দ্য ওয়েস্টিনে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভাসাভী প্রেজেন্ট টুয়েন্টি ইয়ার’স সেলিব্রেশন অব সিজেএফবি’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি থাকবেন বিজিএমই’এ সভাপতি ফারুক হাসান এবং অনুষ্ঠানের অফিসিয়াল ব্রডকাস্টার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ভাসাবী ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা, কো-ম্পন্সর পারসোনা’র ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা ও গীতিকবি আসিফ ইকবাল, অন্তর শোবিজ-এর চেয়ারম্যান স্বপন চৌধুরী, ধ্রুব মিউজিক স্টেশনের সিইও ধ্রুব গুহ, অ্যাডভান্স হোমসের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদা সুলতানা রুনু এবং দারাজ বাংলাদেশ-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তাজদিন হাসান। সিজেএফবি’র প্রধান উপদেষ্টা এনাম সরকার, সভাপতি তামিম হ্সাান, সাধারণ সম্পাদক খালেদ আহমেদ এবং অনুষ্ঠান কনভেনর মানজু আহমেদ আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি সংগঠনের বিগত দুই দশকের কার্যক্রম তুলে ধরবেন। প্রতিষ্ঠার পর থেকে সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গণে বিভিন্ন ধরনের প্রশংসনীয় কাজ করে আসছে সিজেএফবি। ঐতিহ্যবাহী এই সংগঠনটির প্রতি শিল্পী-কলাকুশলীদের রয়েছে দৃঢ় আস্থা। টানা দুই দশক ধরে সেই আস্থা গৌরবের সাথে ধরে রেখেছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ সিজেএফবি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।