চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্র:- যদি এমতাবস্থায় মুক্তাদীর পিছনে যাওয়া সম্ভব না হয়, তবে কি করতে হবে?
উ:- ইমাম একধাপ এগিয়ে যাবেন
প্র:- এক ব্যক্তি মসজিদে এসে দেখলো যে, সামনের কাতার পূর্ণ হয়ে গেছে, একজন দাঁড়ানোর জায়গাও অবশিষ্ট নেই; এমতাবস্থায় সে কি করবে?
উ:- ইমামের রুকূতে যাওয়ার আগ পর্যন্ত আরেকজনের জন্যে অপেক্ষা করবে, এর মধ্যে কেউ না এলে, সামনের কাতার থেকে মাসআলাহ জানে এমন একজনকে টেনে এনে নিজের সংগে দাঁড় করাবে। আর এমন লোক পাওয়া না গেলে একাই ইমামের সোজা পিছনে দাঁড়িয়ে নামায শুরু করে দিবে।
প্র:- কোন্ কাতারের মর্যাদা বেশি?
উ:- প্রথম কাতারের, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয়। এমনিভাবে ক্রমাগত। কিন্তু জানাযার নামাযে এর সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ পিছন দিকের মর্যাদা বেশি।
প্র:- ওযুকারীর ইকতিদা তায়াম্মুমকারীর পিছনে, পা ধৌতকারীর ইকতিদা পা মোছাকারীর পিছনে, দাঁড়িয়ে নামায আদায়কারীর ইকতিদা বসে আদায়কারীর পিছনে, সুস্থ ব্যক্তির ইকতিদা পঙ্গু ব্যক্তির পিছনে, নফল আদায়কারীর ইকতিদা ফরয আদায়কারীর পিছনে, মুকীমÑএর ইকতিদা মুসাফিরের পিছনে, এবং মুসাফিরের ইকতিদা মুকীমের পিছনে সহীহ হবে কি?
উ:- সবার ইকতিদা সহীহ হবে। তবে ওয়াক্ত চলে যাওয়ার পর মুসাফিরের ইকতিদা মুকীমের পিছনে হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।