মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আজ (রোববার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এক যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন।
সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের কথিত ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে এখন বিশ্ব, বিশেষ করে এশিয়া ও মহাপ্রাশান্ত সাগরীয় অঞ্চলের দেশসমূহ, উদ্বিগ্ন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, স্বাধীন ও উন্মুক্তকরণের কথা বলে এ কৌশল ছোট গ্রুপ তৈরি করছে। চীনের আশেপাশের পরিবেশ পরিবর্তন করবে এ কৌশল। তার আসল উদ্দেশ্য হল চীনকে দমন করা এবং এতদঞ্চলের দেশগুলোতে মার্কিন আধিপত্য বজায় রাখা।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে এতদঞ্চলে বিভ্রান্তি তৈরি করছে। বাস্তবতা প্রমাণ করবে কথিত ইন্দো-প্যাসিফিক কৌশল একটি বিছিন্নতা, ও বৈরিতা উস্কে দেয়ার এবং শান্তি লঙ্ঘন করার কৌশল, যা কখনো সফল হবে না। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।