Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কম দামে রুশ তেল পাচ্ছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ১২:০২ এএম

রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল কেনা বাড়িয়ে দিয়েছে চীন। তেল পরিবহনের তথ্য এবং জ্বালানি ব্যবসায়ীদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পশ্চিমা ক্রেতারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা থেকে বিরত থাকতে শুরু করায় শুন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছে চীন। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশটি রাশিয়ার সরবরাহ কমানোর এক মাস পর এই পদক্ষেপ নিয়েছে। মস্কোকে প্রকাশ্যে সমর্থন করার আশঙ্কায় এবং সম্ভাব্যভাবে তার রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো নিষেধাজ্ঞার মুখে পড়ার আশঙ্কায় এই বিলম্ব করেছে বেইজিং। ভর্টেক্সা অ্যানালিটিক্সের তথ্য অনুযায়ী চীনের সমুদ্রপথে রাশিয়ার তেল আমদানি মে মাসে প্রতিদিন রেকর্ড ১১ লাখ ব্যারেলে পৌঁছেছে। এই বছরের প্রথম তিন মাসে তা ছিল প্রতিদিন সাত লাখ ৫০ হাজার ব্যারেল আর ২০২১ সালে ছিল প্রতিদিন আট লাখ ব্যারেল। এশিয়ার শীর্ষ পরিশোধন কোম্পানি সিনোপেক কর্পোরেশনের বাণিজ্যিক শাখা ইউনিপেক আমদানিতে নেতৃত্ব দিচ্ছে। এর সঙ্গে রয়েছে চীনের প্রতিরক্ষা কংলোমারেট নরিনকোর শাখা ঝেনহুয়া ওয়েল। রয়টার্সের হাতে আসা এক নথিতে দেখা গেছে, রুশ তেল চীনে আমদানিতে বড় প্রতিষ্ঠান হয়ে উঠছে হংকংয়ে নিবন্ধিত কোম্পানি লিভনা শিপিং লিমিটেড। তবে এই বিষয়ে সিনোপেক, ঝেনহুয়া এবং লিভনা কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পশ্চিমা ক্রেতারা রাশিয়া ছাড়তে শুরু করলে শুন্য হওয়া স্থান পুরণে এগিয়ে আসে এসব প্রতিষ্ঠান। এই আগ্রাসনকে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি বড় তেল ক্রেতা দেশ আগ্রাসন শুরুর পরেই রাশিয়ার তেল কেনা নিষিদ্ধ করে দেয়। রুশ তেল কেনার ওপর নিষেধাজ্ঞাসহ আরেক ধাপের নিষেধাজ্ঞা চূড়ান্ত করতে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় অনেক পরিশোধন কোম্পানি ইতোমধ্যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। নিষেধাজ্ঞা এড়াতে কিংবা নেতিবাচক প্রচার থেকে রক্ষা পেতে তারা এই পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন রুশ তেলের দাম কমে যাওয়ায় কেনা বেড়েছে। আগ্রাসন শুরুর আগের তুলনায় প্রতি ব্যারেলে প্রায় ২৯ ডলার কম দামে তেল কিনতে পারছে চীনা ক্রেতারা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কম দামে রুশ তেল পাচ্ছে চীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ