Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় জুনি. ও সাব-জুনি. ব্যাডমিন্টন, বালক এককে সিবগাত, দলগত চ্যাম্পিয়ন সিলেট

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : শামসুল আলম স্মৃতি জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে বালক অনূর্ধ্ব-১৫ এককের ফাইনালে সিলেটের হানিফ মোহাম্মদকে ২১-১৫, ২১-১৯ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলার সৈয়দ সাকের মুহাম্মদ সিবগাত উল্লাহ। অনূর্ধ্ব-১৮ বিভাগে সিলেট জেলার খাইরুল ইসলামকে ২১-১৪, ২১-১৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শরিয়তপুরের মোঃ মিনহাজ। বালিকা অনূর্ধ্ব-১৫ এককের ফাইনালে সিলেট জেলার নাজরিন তুজ জোহরাকে ২১-১৫, ২১-১৮ পয়েন্টে হারায় খুলনা জেলার উর্মি আকতার। অনূর্ধ্ব-১৮ বিভাগে সেনাবাহিনীর সঞ্চিতাকে ২১-৬, ২১-১৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে একই দলের ইরিনা পারভিন রতœা। এছাড়া দলগতভাবে দুটি বিভাগে চ্যাম্পিয়ন ও তিনটি বিভাগে রানার আপ হয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা। দুটি করে চ্যাম্পিয়ন ও রানার আপ হয়ে দলগতভাবে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৯টি ইভেন্টের ১৮টি চ্যাম্পিয়ন ও রানার আপ পুরস্কারের মধ্যে চট্টগ্রাম জেলা দুইটি চ্যাম্পিয়ন ও একটি রানার আপ, খুলনা জেলা দুইটি চ্যাম্পিয়ন, শরিয়তপুর জেলা ১টি চ্যাম্পিয়ন, চট্টগ্রাম বিভাগ ১টি রানার আপ, কুমিল্লা জেলা ১টি রানার আপ ও সুনামগঞ্জ জেলা ১টি রানার আপের পুরস্কার লাভ করে। চ্যাম্পিয়নশীপের বিভিন্ন ইভেন্টে মোট ৩১৬টি খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস’র সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, জেলা প্রশাসক ও সিজেকেএস’র সভাপতি মেজবাহ উদ্দিন, স্পন্সর প্রতিষ্ঠান এসএ গ্রæপের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন আলম, চ্যাম্পিয়নশীপের আহŸায়ক ও সিজেকেএস যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় জুনি. ও সাব-জুনি. ব্যাডমিন্টন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ